মাইকেল ভনের চোখে এবারের বিশ্বকাপের সেরা একাদশ
আসন্ন বিশ্বকাপ নিয়ে উন্মাদনার শেষ নেই। দশ দেশের এই যুদ্ধের কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে বসতে চলেছে আইসিসি বিশ্বকাপের আসর। এবার দেখুন এবারের বিশ্বকাপের সেরা একাদশে কোন ক্রিকেটাররা রয়েছেন। এই সেরা একাদশ বাছাই করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
-
এর মধ্যেই নিজের পছন্দের সেরা একাদশ বেছে নিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। জানালেন টুয়েলভথ ম্যানের নামও। গোটা ক্রিকেট দুনিয়া থেকে মোটে এগারো জনের নাম বেছে নেওয়া খুব সহজ কাজ নয় বলেও জানিয়েছেন। সঙ্গে অবশ্য নিজের দেশ ইংল্যান্ডকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে চিহ্নিত করেছেন তিনি।
-
কিন্তু মাইকেল ভনের বাছাই এগারোয় রয়েছে নানা চমক। এমনকি ভারতেরও তিন জন খেলোয়াড়ও জায়গা করে নিয়েছেন তার পছন্দের স্কোয়াডে। ভন বলেছেন, এমন দল যে কোনো বিপক্ষের কাছেই ত্রাস হয়ে উঠতে পারে।
-
জানেন কি কোন কোন খেলোয়াড় রয়েছেন ভনের দলে? কোন তিন ভারতীয়ই বা জায়গা করে নিলেন ভন-স্কোয়াডে? কেন দলে জায়গা পেলেন তারা? ভনের মতে, সারা বিশ্বে এই মুহূর্তে ওয়ান ডে ফর্ম্যাটে সেরা ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই তার স্বপ্নের দল গড়েছেন তিনি।
-
তবে ভনের এই দলে নেই ভারতের ফিনিশ মাস্টার মহেন্দ্র সিংহ ধোনি। বিশেষজ্ঞরা যতই ধোনির প্রখর মস্তিষ্কের উপর আস্থা রাখার পরামর্শ দিন না কেন, ধোনির জায়গায় তিনি তার সেরা একাদশে জায়গা দিয়েছেন জস বাটলারকে। উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে জসকে ধোনির চেয়েও এগিয়ে রাখছেন তিনি।
-
কিন্তু কেন? বিশেষজ্ঞদের ধারণা, তারুণ্যের কারণকেই এ ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন ভন। উইকেটের পিছনের ক্ষিপ্রতা হোক বা ব্যাটিং লাইন আপ, সবেতেই বাটলারকে ধোনির চেয়ে এগিয়ে রাখছেন তিনি।
-
দুনিয়ার সব অলরাউন্ডারের দৌড়ে বেন স্টোকসকে সবচেয়ে এগিয়ে রেখেছেন ভন। তাই তার দলে মিডল অর্ডারকে শক্ত ভিতের উপর দাড় করাতে তিনি আস্থা রাখছেন ইংল্যান্ডের বেন স্টোকসের উপর।
-
মাইকেল ভনের সেরা একাদশে কারা ওপেনার জানেন? এই জুটি বাছতে ভন চোখ রেখেছেন ইংল্যান্ড ছাড়িয়ে চোখ রেখেছেন একটু অন্য দলগুলোর শিবিরে। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের সঙ্গে ভারতের ডান হাতি রোহিত শর্মাকে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন তিনি।
-
ডানহাতি ও বা-হাতি এই দুই ‘কম্বিনেশন’-কে প্রথমেই মাঠে নামিয়ে রান তোলার গতি বাড়িয়ে নিতে চেয়েছেন ভন। রানের গতি যাতে দমে না যায়, তাই ওয়ান ডাউনে রাখতে চেয়েছেন বিরাট কোহলিকে। সেরা একাদশের ব্যাটিং লাইন আপ মজবুত করতে ভারতের রোহিত ও কোহলিতে আস্থা রেখেছেন ভন। সঙ্গে জুড়েছেন পাক মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজমকে।
-
তবে এরাই শেষ নন, বোলিং লাইন আপকে শক্তিশালী করে তুলতে ভারতীয় ফাস্টবোলার যশপ্রীত বুমরাকে দলে রাখতে মোটেও ভোলেননি। বুমরাকে যোগ্য সঙ্গত করার জন্য দলে রেখেছেন অস্ট্রেলীয় বোলার প্যাট কামিন্স ও নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে।
-
তবে শুধু পেসার হানাই নয়, বিপক্ষের ব্যাটিং শক্তি তছনছ করে দিতে পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান ও ইংল্যান্ডের আদিল রশিদকে বেছেছেন ভন। তিন জন পেসার ও দুই স্পিনারে ভরসা রেখেই সেরা একাদশ সাজিয়েছেন তিনি।
-
তা হলে কেমন হল এই দল? পর পর সাজালে তালিকা দাঁড়ায়- রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, বাবর আজম, জস বাটলার, বেন স্টোকস, শাদাব খান, প্যাট কামিন্স, আদিল রশিদ, যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট। কিন্তু এ তো গেল, এগারো জন্য টুয়েলভ্থ ম্যান হিসাবে কাকে ভেবেছেন ভন?
-
টি-টোয়েন্টি ফর্ম্যাটে আফগান দলের অধিনায়ক রশিদ খানকেই দ্বাদশ ব্যক্তি হিসেবে বেচে নিয়েছেন ভন! ম্যাচ বুঝতে পারার ক্ষমতা, টি-টোয়েন্টিতে ঈর্ষণীয় বোলিং অ্যাভারেজ ও সেরা তরুণ খেলোয়াড়দের মধ্যে অন্যতম হয়ে ওঠার ক্ষমতার জোরেই রশিদ এই দলে প্রবেশ করতে পেরেছেন বলে মনে করছেন অনেকেই।