যে কারণে ১৯৯২ সালের বিশ্বকাপের জার্সিতে ফিরলো ইংল্যান্ড
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৩ মে ২০১৯
আপডেট: ০৩:৫০ পিএম, ২৩ মে ২০১৯
নিজেদের দলের ভাগ্য ফেরাতে আবারও পুরনো জার্সিতে ফিরলো ইংল্যান্ড ক্রিকেট টিম। দেখুন সেই জার্সিতে ইংল্যান্ড ক্রিকেট টিমকে।
-
এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ইংল্যান্ড। এমন নজির কিন্তু এর আগে কোনো দেশের নেই। বিশ্বকাপ ২০১৯ সালের জন্য জার্সি প্রকাশ করল ইংল্যান্ড।
-
ইংল্যান্ডের এবারের জার্সির সঙ্গে ১৯৯২ বিশ্বকাপের জার্সির মিল রয়েছে। ২৭ বছর আগের বিশ্বকাপের সঙ্গে এবারের বিশ্বকাপের ফরম্যাটে মিল আছে। তাই কী সৌভাগ্যের খোঁজে ইংল্যান্ডের এমন উদ্যোগ?
-
৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলবে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
-
১৯৯২ বিশ্বকাপে ফাইনালে পাকিস্তানের কাছে ২২ রানে হেরেছিল ইংল্যান্ড।
-
খাতায়-কলমে এখনও ইংল্যান্ডের ক্রিকেট সমর্থকরা ১৯৯২ বিশ্বকাপকে সৌভাগ্যের বলে মনে করেন।