কোন ভাইয়ের ঘরে যাবে এবারের আইপিএলের কাপ
-
একই বাড়িতে থাকা, নামের পরে একই পদবি। তাদের বাবা-রা দুই ভাই, মায়েরা দুই বোন, কিন্তু দুই ভাই আলাদা দলের হয়ে খেলছেন।
-
মুম্বাই-চেন্নাই ভক্তদের মধ্যে চূড়ান্ত রেষারেষি, স্নায়ুর চাপ। সেই চাপ, সেই লড়াই, সেই মানসিক অস্থিরতা কি চাহার পরিবারেও? চেন্নাই সুপার কিংসের দীপক চাহার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রাহুল চাহার।
-
বাড়িতে দুই ভাইয়ের নামেই দেওয়া হয়েছে পুজো। আগরায় যৌথ পরিবারেই বেড়ে উঠেছেন তারা। আইপিএল ফাইনাল দেখতে পুরো চাহার পরিবারই রবিবার হাজির থাকছেন হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে।
-
লোকেন্দ্র চাহারের ছেলে দীপক। তার ভাই দেশরাজের ছেলে রাহুল। বয়সের তফাত সাত বছর। দীপক বড়। একেবারে ছোটবেলা থেকে হাতে করে দুই ভাইকে ক্রিকেট খেলা শিখিয়েছেন লোকেন্দ্র নিজেই।
-
এবারের আইপিএলে পাওয়ার প্লে-র সেরা বোলার বলা হচ্ছে দীপককে। এখনও পর্যন্ত ১৬ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন। ইকনমি রেট ৭.৫৩। পরিসংখ্যান দেখাচ্ছে, ৭৯ শতাংশ বল দীপক পাওয়ার প্লে-তে করেছেন।
-
এবারের আইপিএলে ১২ ম্যাচে ১২ উইকেট, ইকনমি রেট ৬.৮৩, মুম্বাইয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তরুণ লেগস্পিনার রাহুল।
-
নতুন বলে সুইং, নিয়ন্ত্রণে দক্ষ দীপক। অন্যদিকে রাহুলের অন্যতম অস্ত্র হল নিখুঁত লাইন-লেংথ এবং বৈচিত্র, লেগব্রেকে দক্ষতা।
-
রঞ্জি ট্রফিতে অভিষেকেই ১০ রানে দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন দীপক। বয়স তখন ১৮। হায়দরাবাদ ২১ রানে অল আউট হয়ে যায়। ২০১১ সালে রাজস্থান রয়্যালসে সুযোগ মিললেও চোটের কারণে খেলতে পারেননি।
-
অনূর্ধ্ব ১৬-তে ২০১৩-২০১৪ সালে বিজয় মার্চেন্ট ট্রফিতে তিনবার পাঁচ বা তার একাধিক উইকেট পেয়েছেন রাহুল। ভারতের অনূর্ধ্ব ১৯ দলেও মেলে সুযোগ।
-
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যুবরাজ সিংহ ও গৌতম গম্ভীরের উইকেট তুলে নেন রাহন, নজরে পড়েন মুম্বাই নির্বাচকদের। ১ কোটি ৯০ লাখ টাকায় তাকে কেনে মুম্বাই। ওই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন দীপক। চেন্নাইয়ের পছন্দ হয় দীপককে। ৮০ লাখ টাকায় দীপককে কেনে চেন্নাই।
-
তাই আজকের আইপিএল ফাইনাল যে দলই জিতুক, কাপ ঢুকছে চাহার পরিবারেই।