জেনে নিন আইপিএলে নাইটদের জঘন্যতম পরাজয়ের কারণ
হাতে আসা সোনার সুযোগ যে কোনো দল এইভাবে নষ্ট করতে পারে, তা নাইটদের না দেখলে বিশ্বাস করাই কঠিন! চলতি আইপিএলে আরসিবি তাদের শেষ ম্যাচ জিতে নাইটদের প্লে-অফে যাওযার যে সুযোগ দিয়েছিল, তা যেন নষ্ট করার পণ করেই ওয়াংখেড়েতে নেমেছিলেন দীনেশ কার্তিকরা। জেনে নিন নাইটদের জঘন্যতম হারের কারণ সম্পর্কে।
-
বাঁচা-মরার ম্যাচে ঠিক কতটা খারাপ খেলা যায়, তার যেন উদাহরণ তৈরির জন্যই মাঠে নেমেছিল গোটা দল। রবিবার রাতে মুম্বাই ম্যাচের ময়নাতদন্ত করলে নাইটইদের হারার এক নয়, একাধিক কারণ উঠে আসে।
-
প্রথমেই আসা যাক ব্যাটিং অর্ডারের কথায়। আইপিএলের শুরু থেকেই কেকেআর তাদের ব্যাটিং অর্ডারে ক্রমাগত বদল করে চলেছে। গত কালের ম্যাচেও সেই ট্র্যাডিশন বজায় ছিল। মুম্বাইয়ের ঘরের মাঠে এতটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেও তিন নম্বরে দেখা গিয়েছে অফ-ফর্মে থাকা রবিন উথাপ্পাকে। ফলে ক্রিস লিন যে শুরুটা করেছিলেন, তাকে ধরে রাখতে পারেননি উথাপ্পা।
-
৬.১ ওভারে ব্যাটিং করতে নেমে তিনি আউট হন ১৯.৫ ওভারে। তবে এতক্ষণ ক্রিজে থেকেও তার অবদান ৪৭ বলে ৪০ রান। ফলে ক্রিস লিনের ২৯ বলে ৪১ রানের ইনিংসের ফায়দা তেমনভাবে তুলতে পারেনি কেকেআর। অথচ উথাপ্পার কাছে সুযোগ ছিল সমালোচকদের যোগ্য জবাব দেওয়ার। যা হেলায় হারিয়েছেন তিনি।
-
এবার আসা যাক রাসেল-রহস্য উদ্ধারে। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন আন্দ্রে রাসেল। অবিশ্বাস্য সব ইনিংস খেলেছেন। রবিবারের আগে টুর্নামেন্টের ১৩ ম্যাচে করেছিলেন ৫১০ রান। কিন্তু সেই রাসেলকেই কেন তিনের বদলে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামানো হল, তার উত্তর খুঁজে পাওয়া গেল না। এর পিছনে দীনেশ কার্তিকদের কী স্ট্র্যাটেজি ছিল, তা নিয়ে তদন্ত কমিটি গড়া যেতে পারে।
-
রাসেলের ব্যাট চলেনি। ১ বল খেলে শূন্য রানে ঘরে ফেরেন তিনি। মুম্বাইকে বড়সড় রানের টার্গেট দিতে ব্যর্থ হওয়ার পিছনে এটা একটা বড় কারণ।
-
ব্যাটিং অর্ডার নিয়ে অদলবদল করা বা রাসেলের পজিসন নিয়ে ছিনিমিনি খেলা ছাড়াও কুলদীপ যাদবকে প্রথম একাদশের বাইরে রেখে মাঠে নামাটাও কেকেআরের বিপক্ষে গিয়েছে। টিম ইন্ডিয়ার জার্সিতে কুলদীপের পারফরম্যান্স কি ভুলে গিয়েছেন কার্তিক? চলতি আইপিএলে তেমনভাবে জ্বলে না উঠলেও, কুলদীপ যেকোনো সময়ই ভয়ঙ্কর হয়ে ওঠার ক্ষমতা রাখেন।
-
আরও একটা বিষয়ে রহস্য থেকে যাবে। দলে কেন রিঙ্কু সিংহ? সাত নম্বরে ব্যাটিং করতে নেমেছেন রিঙ্কু। ঠিক কোন কারণে রিঙ্কু প্রথম একাদশে জায়গা পেলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেকেআর সমর্থকেরা। প্রশ্ন উঠছে, কেকেআরের দল নির্বাচন নিয়েও। গতকালের আগে ১০ ম্যাচে ৩ উইকেট নেওয়া প্রসিদ্ধ কৃষ্ণ কী কারণে এই নক আউট ম্যাচে, তা বুঝে উঠতে পারছেন না কেউই।
-
এবার আসা যাক, দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে। দল জিতলে এ প্রশ্নটা বোধহয় ধামাচাপা পড়ে যেত। তবে মুম্বাই ম্যাচে কার্তিকের অনেক সিদ্ধান্ত তার বিপক্ষে গিয়েছে। রাসেলকে তিন নম্বরে না নামানোটা তার মধ্যে অন্যতম। তা ছাড়া, মাত্র ১৩৩ রানের পুঁজি নিয়ে মুম্বাইয়ের মতো টিমকে বেঁধে রাখতে সঠিকভাবে বোলার পরিবর্তনও করতে পারেননি তিনি।
-
ফলে সব মিলিয়ে ক্যাপ্টেন কার্তিকের জন্য গত রাতটা তার পক্ষে যায়নি। প্রশ্ন উঠে গিয়েছে তার নেতৃত্ব নিয়েই! অবশ্য সে প্রশ্নটা আগেই তুলেছিলেন রাসেল। দলের পরিবেশ নিয়ে প্রকাশ্যেই সরব হয়েছিলেন তিনি।
-
ক্যাপ্টেন কার্তিকের মতোই দল হিসাবেও খেলতে ব্যর্থ কেকেআর। ওয়াংখেড়ের পিচে নেমে গতকালের আগে ১০টা ম্যাচের মধ্যে ৯টাতেই হারের রেকর্ড রয়েছে কেকেআরের। কিন্তু, গতকালের মতো নক আউট ম্যাচে মুম্বাইয়ের ঘরের মাঠে খেলতে যে মানসিক দৃঢ়তা থাকা উচিত, তার যেন আশপাশেই ছিলেন না নাইটরা।
-
কেকেআরের হারের পিছনে মুম্বাই টিম ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিও একটা বড় ফ্যাক্টর ছিল। কেকেআরে অন্যতম অস্ত্র রাসেলকে ভোঁতা করে দেওয়ার জন্য যা যা করা দরকার, তা-ই করেছেন মুম্বাই থিঙ্কট্যাঙ্ক। রাসেল ব্যাটিং করতে নামামাত্রই তাকে রাউন্ড দ্য উইকেটে এসে বাউন্সার উপহার দিয়েছেন লাসিথ মালিঙ্গা। পরের বলেও একই ধরনের।
-
রাসেলের যে শর্ট বলে দুর্বলতা রয়েছে, তা মাথায় রেখেই তাকে আক্রমণ করা হয়েছে। মালিঙ্গার এই বলের পিছনে যে পরিকল্পনা ছিল তাকে অস্বীকার করা যায় না। এবং, রাসেলের উইকেটটা শেষমেশ কেকেআরের হারের বড়সড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। যে ধাক্কা কাটিয়ে উঠতে আর পারেনি কেকেআর!