আজ আইপিএলে টিকে থাকতে যে ১১ জনকে নামাতে পারে কেকেআর
নাইটদের ১১ ম্যাচে পয়েন্ট ৮ হয়েছে। বাকি তিনটি ম্যাচ জিততে হবে। রবিবারের বাঁচা-মরার ম্যাচে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি কেকেআর। লিগ টেবিলে পিছিয়ে থাকা দল আজ জিততে মরিয়া। কেমন হতে পারে আজকের ম্যাচে নাইটদের প্রথম একাদশ।
-
ওপেন করার কথা ক্রিস লিনেরই। লিন ও নারাইনের ওপেনিং জুটি বড় রান তুলে দিতে পারলে তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে থাকবে নাইট রাইডার্স।
-
লিনের সঙ্গে শুরুতে সুনীল নারাইন দ্রুত রান তুলতে সক্ষম। নারাইনের ঝোড়ো ইনিংস বিপক্ষের বোলারদের ভয় পাওয়াতে পারবেন বলেই আশা নাইটদের। স্পিনার হিসাবেও তিনি যথেষ্ট দক্ষ।
-
তিন নম্বরে থাকতে পারেন শুভমান গিল। প্রথম দিকে নামলে দলের ক্ষেত্রে দ্রুত রান তুলতে পারবেন বলেই আশা ক্রিকেট বিশেষজ্ঞদের। মাথা ঠান্ডা হওয়ায় বিপক্ষের বোলাররা স্ট্র্যাটেজি বুঝতে পারেন না শুভমানের।
-
চার নম্বরে নামতে পারেন নীতীশ রাণা। তিনি ব্যর্থ হলে দল সমস্যায় পড়েছে। মাথা ঠান্ডা হওয়ায় মুম্বাইয়ের বোলারদের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখেন, প্রয়োজনে নারাইনের বদলে তিনি ওপেন করতেও পারেন।
-
পাঁচ নম্বরে নামতে পারেন আন্দ্রে রাসেল, নাইটরা যেটুকু ভালো খেলেছে, তার সিংহভাগ কৃতিত্ব রাসেল দাবি করলে খুব একটা ভুল কিছু হবে না। রাসেলের মতো ব্যাট-বলে দক্ষ ব্যাটসম্যানকে দলের প্রয়োজন প্রথম দিকেই।
-
ছয় নম্বরে নামার কথা অধিনায়ক দীনেশ কার্তিকের। খুবই চাপে রয়েছেন তিনি, রয়েছে নানা বিতর্ক। শীতল মস্তিষ্কের দীনেশকে ফিনিশার বলা হয়। গত ম্যাচে ফর্মে ফিরেছেন কার্তিক। মরণ-বাঁচন ম্যাচে এই উইকেটকিপার ব্যাটসম্যানই বড় ভরসা।
-
সাত নম্বরে থাকার কথা রিঙ্কু সিংহের। আলিগড়ের বছর কুড়ির এই ক্রিকেটার গত ম্যাচে খারাপ খেলেননি। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে শেষের দিকে খেলানো হতে পারে রিঙ্কু সিংহকে। প্রয়োজনে দ্রুত রান তুলতে পারেন তিনি।
-
আট নম্বরে নামতে পারেন কার্লোস ব্রেথওয়েট। তার কাছে ঝোড়ো ইনিংস আশা করতে পারেই দল।
-
নয় নম্বরে নামতে পারেন পীযুষ চাওলা। তার গুগলি সামলাতে ব্যাটসম্যানদের সমস্যায় পড়তে হয়েছে গত ম্যাচগুলিতে।
-
দশ নম্বরে থাকতে পারেন কুলদীপ যাদব, সন্দেহ নেই দলের এক নম্বর বোলার তিনিই, গত ম্যাচে বোঝা গিয়েছে সেটাই। কুলদীপ যাদবকে শীঘ্রই ফর্মে ফিরতে হবে। কারণ কে সি কারিয়াপ্পাকে সুযোগ দেওয়া হলেও তিনি সদ্ব্যবহার করতে পারেননি।
-
এগারো নম্বরে থাকার কথা প্রসিদ্ধ কৃষ্ণের। আগের চেয়ে অনেক ভালো বল করছেন। গতি আর মানসিকতার জন্য নজর কেড়েছেন তিনি।