আজ আইপিএলে যেমন হবে মরণ-বাঁচন ম্যাচে নাইটদের প্রথম একাদশ
আইপিএলে ১০ ম্যাচে নাইটদের পয়েন্ট ৮। বাকি চারটি ম্যাচ জিততে হবে। বৃহস্পতিবার মরণ-বাঁচন ম্যাচে স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফের প্লে-অফে যাওয়ার লড়াইয়ের আগে নানা অভ্যন্তরীণ সমস্যায় কেকেআর। কেমন হতে পারে মরণ-বাঁচন ম্যাচে নাইটদের প্রথম একাদশ তা দেখে নিন।
-
ওপেন করবেন ক্রিস লিনই। লিন ও নারাইনের ওপেনিং জুটি ঝড় তুলে দিলে তুলনামূলকভাবে অনেকটাই সুবিধায় থাকবে নাইট রাইডার্স।
-
লিনের সঙ্গে শুরুতে সুনীল নারাইন দ্রæত রান তুলতে সক্ষম। নারাইনের ঝোড়ো ইনিংস বিপক্ষের বোলারদের ভয় পাওয়াতে পারবেন বলেই আশা নাইটদের। স্পিনার হিসাবেও তিনি যথেষ্ট দক্ষ।
-
আলিগড়ের বছর কুড়ির এই ক্রিকেটার ঝোড়ো ইনিংসে খুবই দক্ষ। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে তিন নম্বরে খেলানো হতে পারে রিঙ্কু সিংকে। প্রয়োজনে দ্রুত রান তুলতে পারেন তিনি।
-
দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান নীতীশ রাণা। প্রয়োজনে ওপেনও করতে পারেন। যদিও মাঝে কিছুটা ছন্দহারা মনে হয়েছে, তাও রাণাই এই মুহূর্তে দলের বড় ভরসা।
-
শুভমান গিলের উপস্থিতি মিডল অর্ডারকে বেশ শক্তিশালী করবে। মাথা ঠান্ডা হওয়ায় বিপক্ষের বোলাররা স্ট্র্যাটেজি বুঝতে পারেন না শুভমানের। ব্যাট হাতে বোলারদের উপর শাসন করতে পারেন।
-
খুবই চাপে রয়েছেন অধিনায়ক দীনেশ কার্তিক। শীতল মস্তিষ্কের দীনেশকে ফিনিশার বলে ভাবা হয়। যদিও ইদানিং অফ ফর্ম চলছে।
-
একের পর এক ম্যাচে নাইটদের সম্মান বাঁচাচ্ছেন তিনি। প্রয়োজনে ব্যাটিং অর্ডারে উপরের দিকেও আসতে পারেন রাসেল।
-
বয়স হয়েছে পীযূষ চাওলার। যদিও তার গুগলি সামলাতে এখনো ব্যাটসম্যানদের সমস্যায় পড়তে হচ্ছে।
-
কিছুটা হলেও ছন্দপতন মনে হচ্ছে। সন্দেহ নেই দলের এক নম্বর বোলার। কুলদীপ যাদবকে শীঘ্রই ফর্মে ফিরতে হবে।
-
দশ নম্বরে থাকার কথা প্রসিদ্ধ কৃষ্ণের। আগের চেয়ে অনেক ভালো বল করছেন। বোলিং মানসিকতার জন্য নজর কেড়েছেন তিনি।
-
ইডেনের পিচে গার্নি আজ পার্থক্য গড়ে দিতে পারেন। পিচ পেস সহায়ক বলে মনে করা হচ্ছে।