অবিশ্বাস্য ইনিংস খেলেও আইপিএলে টিমকে যারা জেতাতে পারেননি
ম্যাচের শেষ বলে ছয়, আর তাতেই জয় এসেছে। চলতি আইপিএলে এমন অনেক অবিশ্বাস্য ইনিংস দিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন ব্যাটসম্যানেরা। তবে সকলেই যে চার-ছয় মেরে টিমকে জিতিয়ে ফিরেছেন, এমনটা নয়। অবিশ্বাস্য সব ইনিংস খেলেও হেরো দলের ছাপ নিয়ে ঘরে ফিরেছেন অনেক তারকাই। এক নজরে চলতি আইপিএলের সে সব ইনিংস দেখে নিন।
-
ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নীতীশ রানা প্রথমে ব্যাট করতে নেমে ২১৪ রানের পাহাড় গড়েছিল আরসিবি। চাপের মুখে নীতীশের ৪৬ বলে ঝকঝকে ৮৫ রান টিমকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। ৯টি চার ও ৫টা ছয় দিয়ে সাজানো ছিল রানার ইনিংস। তবে শেষমেশ জিততে পারেনি কেকেআর।
-
আন্দ্রে রাসেল চলতি আইপিএলে ইতিমধ্যেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। আরসিবির বিরুদ্ধে শেষ ৮ ওভারে প্রয়োজন ছিল ১৩৩ রান। কেকেআরকে জয়ের কাছাকাছিও নিয়ে গিয়েছিলেন রাসেল। ২৫ বলে ৬৫ রান। স্ট্রাইক রেট ২৬০। তবে সে ম্যাচ হারলেও রাসেলের ইনিংসটা মনে রেখেছেন অনেকেই।
-
৩৭ বছর বয়সেও কেনো টিম ইন্ডিয়ায় অপরিহার্য তিনি, তা এই আইপিএলে বার বার বোঝাচ্ছেন এমএস ধোনি। আরসিবির বিরুদ্ধে তার অপরাজিত ৮৪ রান করে ফের যেন তা বুঝিয়ে দিলেন। জয়ের জন্য এক সময় সিএসকের প্রয়োজন ছিল ৬ বলে ২৬ রান। প্রথম ৫ বলে ধোনির ব্যাট থেকে এল ৪,৬,৬,২,৬। তবে শেষ বলে মাত্র ১ রানের জন্য সে ম্যাচ হারে সিএসকে।
-
বিশ্বকাপের আগে তার ফর্ম নিয়ে যারা চিন্তায়, তাদেরকেই যেন বার্তা দিলেন কেএল রাহুল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে অপরাজিত সেঞ্চুরি করেন তিনি। ১৯তম ওভারে হার্দিক পান্ডের বলে তোলেন ২৫। তবে উইনিং সাইডে দেখা যায়নি তাকে। ৩১ বলে ৮৩ রান করে মুম্বাইকে জয় এনে দিয়েছিলেন পোলার্ড।
-
আইপিএলের পয়েন্ট টেবলে রাজস্থান রয়্যালস একেবারে শেষের দিকে রয়েছে। তবে সঞ্জু স্যামসনের ফর্ম টিমকে এখনও ভরসা দিচ্ছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিলে তার তিন নম্বর সেঞ্চুরিটা করে ফেললেন তিনি। স্যামসনের অপরাজিত ১০২ রানের ইনিংস দেখার পর গৌতম গম্ভীর তো বলেই ফেললেন, স্যামসনকে বিশ্বকাপের দলে নিতে হবে!