যে কারণে ১২ লাখ টাকা জরিমানা দিতে হল কোহলিকে
আইপিএল শুরু হওয়ার পর থেকে এই প্রথম বিরাট কোহলি মাথা উঁচু করে এলেন সাংবাদিকদের সামনে। পাঞ্জাবকে হারানোর পর বিরাট কোহলি ছিলেন ফুরফুরে মেজাজে। কিন্তু তারপরও তাকে ১২ লাখ টাকা জারিমানা দিতে হয়েছে। কেন তাকে মোটা অংকের টাকা জরিমানা দিতে হলো তা জেনে নিন।
-
ছয়টি ম্যাচে পরাজয়ের পর অবশেষে জয় এল। ম্যাচ শেষে কোহলি জয়ী অধিনায়ক হিসাবে আসলেন সাংবাদিক বৈঠকে। আইপিএল শুরু হওয়ার পর থেকে এই প্রথম বিরাট কোহলি মাথা উঁচু করে এলেন সাংবাদিকদের সামনে। পাঞ্জাবকে হারানোর পর বিরাট কোহলি ছিলেন চেনা মেজাজে।
-
ম্যাচ জিতলেও বিরাট কোহলির জন্য একটা খারাপ খবর এল। তাকে জরিমানা বাবদ দিতে হল ১২ লাখ টাকা।
-
স্লো ওভার-রেট এর জন্য বিরাটকে জরিমানা করা হয়েছে। চলতি আইপিএলে তৃতীয় ক্যাপ্টেন হিসাবে স্লো ওভার-রেট এর জন্য জরিমানা হল কোহলির।
-
চলতি আইপিএলে রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানেকেও স্লো ওভার-রেট এর জন্য জরিমানা করা হয়েছিল।
-
ফের বেঙ্গালুরুর বিরুদ্ধে স্লো-ওভার রেটের অভিযোগ উঠলে বিরাট কোহলিকে এক ম্যাচের জন্য নির্বাসনে যেতে হতে পারে।