আন্দ্রে রাসেলের অনন্য রেকর্ড
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১৩ এপ্রিল ২০১৯
আপডেট: ০৭:৪৮ পিএম, ১৩ এপ্রিল ২০১৯
আবারও ক্যারিয়ারে এক অনন্য রেকর্ড গড়েছেন আন্দ্রে রাসেল। এবার তার এ রেকর্ড সম্পর্কে জেনে নিন।
-
জীবনের সেরা ফর্মে রয়েছেন আন্দ্রে রাসেল! যা ধরছেন তাই যেন সোনায় পরিণত হয়ে যাচ্ছে। আইপিএলে কলকাতা সমর্থকদের কাছে এখন তিনি ভরসার মুখ। আন্দ্রে রাসেল এবারের আইপিএলে সব থেকে আলোচিত নাম।
-
আন্দ্রে রাসেল এবার আইপিএলে এক অনন্য রেকর্ড করলেন। কায়রন পোলার্ড ও শেন ওয়াটসনকে হারিয়ে তিনি এই রেকর্ড গড়লেন।
-
আইপিএলে সব থেকে দ্রুততম এক হাজার রান পূর্ণ করলেন তিনি। সঙ্গে ৫০টি উইকেট পেলেন সব থেকে কম ম্যাচ খেলে।
-
এর আগে শেন ওয়াটসন ও কায়রন পোলার্ড ৬২ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছিলেন। রাসেল ৫৭ ম্যাচ খেলে এক হাজার রান ও ৫০টি উইকেট নিয়েছেন।
-
চলতি আইপিএলে কাঁধের চোট রাসেলকে ভোগাচ্ছে। তাই তিনি খুব বেশি বোলিং করতে পারছেন না। তবুও দ্রুততম ৫০টি উইকেট শিকারের রেকর্ড করেছেন তিনি।