আইপিএলে ইডেন গার্ডেন্সে দিল্লির জয়ের কারণ জেনে নিন
আইপিএলে ইডেন গার্ডেন্সে কেকআরের বিপক্ষে দিল্লি জয় পেয়েছে। দেখে নেওয়া যাক ইডেনে কেকেআরের পরাজয়ের কিছু কারণ।
-
দল ঘোষণার সময়ই বোধ হয় ব্যাকফুটে চলে গিয়েছিলেন কার্তিক। দলের এক নম্বর স্পিনার সুনীল নারাইনের অনুপস্থিতি অনেকটা পিছনে ফেলে দিয়েছিল কেকেআরকে।
-
ইনিংসের প্রথমেই এসেছিল ধাক্কা। প্রথম বলেই আউট হন ডেনলি। আর তিন নম্বরে নামা উথাপ্পাকে দেখে একটিবারের জন্যও মনে হয়নি তিনি ছন্দে আছেন। দ্বিতীয় উইকেটে ৬৩ রান যোগ হলেও নারাইনের অভাব চোখে পড়েছে বার বার।
-
এবারের আইপিএলে যার উপর একটু বেশি ভরসা দলের, সেই রাণার ব্যাট হঠাৎই হতাশ করতে শুরু করেছে। দিল্লির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রাণার ব্যর্থতা দলের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা।
-
শুরু হয়েছিল রাসেল-ঝড়। কিন্তু, একেবারে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা রাবাডা যে দক্ষতায় রাসেলের সপাটে মারা, প্রায় ছক্কা হতে বসা বলটাকে ক্যাচ পরিণত করলেন, তার কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
-
দলের বড় রান তোলার ক্ষেত্রে আর একটা বাধার কারণ অবশ্যই অধিনায়ক দীনেশ কার্তিকের ব্যর্থতা। যাকে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার ভাবা হয়, সেই কার্তিক রান না পাওয়ায় দলের রান অনেকটাই আটকে যায়।
-
এদিন দিল্লির বোলিংয়ের প্রশংসাও করতে হবে। ইশান্ত শর্মা যেভাবে দলের পেস আক্রমণকে নেতৃত্ব দিলেন, তা শুধু আইপিএলের ক্ষেত্রেই নয়, সামনের বিশ্বকাপের আগে কোহলির মুখেও হাসি ফোটাবে।
-
বলতেই হবে, শিখর ধাওয়নের কথা। যেভাবে শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করলেন, তাতে কেকেআরের স্বপ্ন ভেঙে যাওয়াই স্বাভাবিক।
-
বিশ্বকাপের চূড়ান্ত দলে ঋষভ পান্থকে নেওয়ার জন্য অনেকেই প্রশ্ন করেছেন। তার মধ্যে সৌরভ গাঙ্গুলি অন্যতম। তার পরামর্শে নতুন করে যেন পাওয়া যাচ্ছে পান্থকে। মহারাজের ঘরের মাঠও হতাশ করল না ভারতীয় দলের বাঁ-হাতি উইকেটরক্ষকটিকে।