ধর্ষণের অভিযোগ উঠেছিল যে ক্রিকেটারের বিরুদ্ধে
নিউজিল্যান্ডের উঠতি ক্রিকেটার তিনি। তবে ক্যারিয়ারের শুরুতেই এই ক্রিকেটারের নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে ধর্ষণের মত নানা বিতর্ক। বর্তমানে আইপিএলে খেলছেন তিনি। জেনে নিন এই ক্রিকেটার সম্পর্কে।
-
স্কট কুখেলাইন নামে এই ক্রিকেটার চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলছেন।
-
গত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৩৭ রান দিয়ে দুই উইকেট পেয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রিস কুখেলাইনের ছেলে তিনি।
-
চেন্নাই সুপার কিংস তাকে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির বদলে দলে নেয়। কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, তারা এমন এক জনকে খুঁজছিলেন, যিনি পেসার এবং দক্ষ অলরাউন্ডার। এ ছাড়াও উচ্চতার জন্যও দলে জায়গা করে নিয়েছেন তিনি।
-
নিউজিল্যান্ডের হয়ে দু’টি একদিনের ম্যাচ ও চারটি টি-টোয়েন্টি খেলা এই ২৭ বছরের ক্রিকেটারের জীবনে ঝড় নেমে এসেছিল ২০১৫ সাল নাগাদ। ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
-
অকল্যান্ডে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্কটকে তাড়া করেছিল মিটু বিতর্ক।
-
খেলা চলাকালীন দর্শকেরা তার উদ্দেশে বলেন, ‘জেগে ওঠো। নিউজিল্যান্ড ক্রিকেট।’ মিটু, পোস্টার মেলে ধরেন তারা।
-
যদিও ২০১৭ সালে আদালত জানায়, কুখেলাইন ধর্ষণে জড়িত নয়।
-
সারা বিশ্বে বিভিন্ন পেশায় মিটু ট্রেন্ড দিয়ে প্রতিবাদ হলেও ক্রিকেটে এটিই প্রথম, বলা হচ্ছে এমনটাই। এমন প্রতিবাদের পর থেকে টুইটারের ওই ক্রিকেটারের বিরুদ্ধে সমালোচনা ঝড় শুরু হয়। সব বিতর্ক পেরিয়ে খেলতে নেমেছেন তিনি।