আইপিএলে পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লির সম্ভাব্য একাদশে থাকছেন যে ক্রিকেটাররা
গত ম্যাচে সুপার ওভারে নাইটদের হারিয়ে আত্মবিশ্বাসী দিল্লি ক্যাপিটালস। দলের কোচ যেমন পন্টিং, তেমন পরামর্শদাতার নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার দিল্লি ক্যাপিটালসের সামনে কিংস ইলেভেন পাঞ্জাব। কারা থাকতে পারেন দিল্লির প্রথম একাদশে তা দেখে নেওয়া যাক।
-
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে আজ খেলা। ওপেন করার কথা পৃথ্বী শয়ের। গত ম্যাচে ৫৫ বলে ৯৯ রান করেছেন তিনি। সোজা ব্যাটে খেলার প্রবণতা এগিয়ে রাখবে তাকে।
-
শিখর গত ম্যাচে ৮ বলে ১৬ রান করেছেন নাইটদের বিরুদ্ধে। পৃথ্বীর সঙ্গে ওপেন করার কথা তারই।
-
দিল্লির ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার নামতে পারেন তিন নম্বরে। গত ম্যাচে তার নেতৃত্ব বিপাকে ফেলেছিল নাইট বাহিনীকে। তিনি ৩২ বলে ৪৩ রান করেন ওই দিন।
-
চারে নামার কথা কলিন ইনগ্রামের। ৭ বলে ১০ রান করে আউট হন তিনি গত ম্যাচে। তবে মোটামুটি ফর্মে আছেন এই দক্ষিণ আফ্রিকান।
-
পাঁচে থাকার কথা উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্থের। কিপিংয়ে গত ম্যাচে নজর কেড়েছেন পান্থ। যদিও রান পাননি তেমন।
-
ছয়ে নামার কথা হনুমা বিহারীর। ভারতের এই তরুণ ব্যাটসম্যান মিডল অর্ডারে দলে দঢ়তা আনবেন।
-
সাত নম্বরে থাকতে পারেন ক্রিস মরিস। ভরসাযোগ্য বলেই তাকে মনে করছেন বিশেষজ্ঞরা। গত ম্যাচে একটি উইকেট পেয়েছেন। ব্যাটের হাতও খারাপ নয়।
-
হর্ষল পটেলের থাকার কথা আট নম্বরে। গত ম্যাচে রবীন উথাপ্পা ও নীতীশ রাণার দুটি জরুরি উইকেটই পকেটে পুরেছেন হর্ষল।
-
নয় নম্বরে থাকতে পারেন অমিত মিশ্র। ৩৬ বলে ৫০ রান করে অমিতের বলেই আউট হন নাইট ক্যাপ্টেন। ক্রিজে জাঁকিয়ে বসা কার্তিককে ফেরান তিনি।
-
দশ নম্বরে থাকতে পারেন সন্দীপ লামিছানে। নেপালের এই স্পিনার গত ম্যাচে প্রথমেই নিখিল নায়েককে ফেরত পাঠিয়েছিলেন।
-
সুপার ওভারে শুধু নয়, গোটা ম্যাচে চমকে দিয়েছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা। গত ম্যাচে জয়ের নায়কও তিনিই।