আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজ ধোনির সম্ভাব্য একাদশ
পর পর দুই ম্যাচ জিতে রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ রয়্যালস অবশ্য প্রথম দুই ম্যাচই হেরেছে। চেন্নাইকে সব সময়ই এগিয়ে রেখেছে ধোনির ক্ষুরধার মস্তিষ্ক। ঘরের মাঠে বাটলারদের হারাতে কারা থাকছেন ধোনির দলে তা দেখে নেওয়া যাক এবার।
-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ভালো খেলতে পারেননি শেন ওয়াটসন। তবে চিদম্বরম স্টেডিয়ামের বাইশ গজে তারই ওপেন করার কথা।
-
অম্বাতী রায়ুডুর নামার কথা তার সঙ্গে। দায়িত্বশীল ইনিংস খেলেছেন গত ম্যাচে।
-
আইপিএলে ৫ হাজার রানের গণ্ডি পেরিয়ে যাওয়া প্রথম ক্রিকেটার সুরেশ রায়নার নামার কথা তিনে।
-
শান্ত, ক্ষুরধার মস্তিষ্ক ও অভিজ্ঞতা সব কিছুর মিশেল রয়েছে দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কাছে। মাহি চার নম্বরে নামতে পারেন।
-
পাঁচে নামার কথা কেদার যাদবের। দলের প্রয়োজনে হাল ধরেছেন আগেও। মিডল অর্ডারের ভরসা তিনি।
-
ছয় নম্বরে নামার কথা ডোয়েন ব্রাভোর। ডেথ ওভারে তিনি মারাত্মক। তাই রাজস্থানের বিরুদ্ধে তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন মাহি।
-
অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা সাত নম্বরে নামতে পারেন। গত ম্যাচেও ভালোই খেলেছেন তিনি।
-
দীপক চাহারের নামার কথা আট নম্বরে। পেসার চাহার গতিতে বিপক্ষকে চমকে দিয়েছেন প্রথখম দুই ম্যাচে।
-
নয় নম্বরে নামতে পারেন শার্দূল ঠাকুর। চাহারের সঙ্গে নতুন বলে শুরু করার কথা তারই।
-
দশ নম্বরে নামতে পারেন হরভজন সিংহ। ভাজ্জি দুরন্ত খেলেছেন গত ম্যাচগুলিতে। তার অভিজ্ঞতা দলের সম্পদ।
-
১১ নম্বরে নামার কথা ইমরান তাহিরের। বিপক্ষের ব্যাটিং লাইন আপে ধস নামানোর জন্য তার স্পিন যথেষ্ট।