আইপিএলে অরেঞ্জ ক্যাপের দাবিদার যে ক্রিকেটাররা
এবারের আইপিএলে এখন পর্যন্ত কোনো দলই দুটির বেশি ম্যাচ খেলেনি। অনেক পথ চলা বাকি আছে এবারের টুর্নামেন্টে। কিন্তু, এরইমধ্যে নজর কাড়তে শুরু করেছেন বেশ কয়েকজন। অরেঞ্জ ক্যাপের দৌড়ে উঠে আসছে বেশ কয়েকটি নাম। দেখে নেওয়া যাক এবারে অরেঞ্জ ক্যাপের দাবিদার কারা হতে পারেন।
-
ডেভিড ওয়ার্নার: বর্তমানে অরেঞ্জ ক্যাপ রয়েছে এই অজি ব্যাটসম্যানের দখলে। নির্বাসন থেকে ফিরে প্রথম দু’টি ম্যাচেই নজর কেড়েছেন। এখনও পর্যন্ত রান করেছেন ১৫৪। স্ট্রাইক রেট ১৭০-এর উপর।
-
সঞ্জু স্যামসন: তেমনভাবে লড়াইয়ে কোনো দিনই ছিলেন না। কিন্তু, হায়দ্রাবাদের বিরুদ্ধে অসাধারণ শতরান করে চমকে দিয়েছেন সবাইকে। এই মূহূর্তে রানের দিক থেকে দুই নম্বরে রয়েছেন তিনি। এবারের আইপিএলে প্রথম শতরানটি এলো তার ব্যাট থেকেই।
-
নীতীশ রাণা: গত আইপিএল থেকেই নজর কাড়ছেন। এবার প্রথম দুটি ম্যাচেই কেকেআরের জয়ের অন্যতম কাণ্ডারী তিনি। প্রথম দুটি ম্যাচেই তার দুটি অর্ধ শতরান দলকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছিল।
-
ঋষভ পান্থ: প্রথম থেকেই তার উপর বিশেষ নজর ছিল। বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে তিনি ঢুকেও পড়তে পারেন। ব্যাট হাতে দিল্লি ক্যাপিটালসের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানটিকে এখন আইপিএলের নতুন তারকা বলাই চলে।
-
রবীন উথাপ্পা: ভারতীয় দলে বর্তমানে সুযোগ পাচ্ছেন না। তবে, কেকেআরের নিয়মিত সদস্য। দ্রুত রান তুলতে যেমন পারেন, তেমনই প্রয়োজনে দলকে ভরসাও দিতে পারেন। মোট রানের নিরিখে পাঁচ নম্বরে রয়েছেন তিনি।
-
ক্রিস গেইল: কোনো বিশেষণই ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনারটির সম্পর্কে যথেষ্ট নয়। এখন পর্যন্ত দুটি ম্যাচে ৯৯ রান করেছেন। যে কোনো মুহূর্তে অন্যদের ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন।
-
আন্দ্রে রাসেল: আইপিএল শুরুর আগে তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ের আলোচনার মধ্যেই ছিলেন না। কিন্তু, প্রথম দুটি ম্যাচে যেভাবে রান করেছেন, তাতে অরেঞ্জ ক্যাপের দাবিদারের তালিকায় উঠে এসেছেন। শেষ পর্যন্ত ধারাবাহিকতা দেখাতে পারলে অনেক হিসেবই পাল্টে দিতে পারেন।
-
অজিঙ্ক রাহানে: ভারতীয় দল থেকে বর্তমানে বেশ কিছুটা দূরে রয়েছেন। সামনেই বিশ্বকাপ। আইপিএলে ভালো কিছু করতে পারলে জাতীয় দলে ফের সুযোগ আসতে পারে। আইপিএলের প্রথম দুই ম্যাচেই দায়িত্ব নিয়ে ব্যাট করতে দেখা গিয়েছে রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটারটিকে।
-
এবি ডিভিলিয়ার্স: মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই নিজের ‘পরিচয়’ চিনিয়ে দিয়েছেন। ৪১ বলে ৭০ রান করে দলকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন। সব সময়ই অরেঞ্জ ক্যাপের অন্যতম দাবিদার এবি।