আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে নাইটদের সম্ভাব্য একাদশ
দুইবার লিগ জেতা কলকাতা নাইট রাইডার্স এবারও টুর্নামেন্ট জেতার অন্যতম দাবিদার। আইপিএলের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ এবার কিংস ইলেভেন পাঞ্জাব। গত ম্যাচে চোট পেয়ে ব্যাট করতে নামেননি নারাইন। দেখে নিন আজ ইডেনে নাইটদের সম্ভাব্য একাদশ।
-
লকি ফার্গুসন: নিউজিল্যান্ডের এই ক্রিকেটারটি বল হাতে নজর কেড়েছেন জাতীয় দলের হয়ে। দেশের হয়ে চল্লিশের বেশি টি-২০ ম্যাচ খেলেছেন। গত ম্যাচে যদিও খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। তবে দলে সম্ভবত থাকছেন তিনি।
-
প্রসিদ্ধ কৃষ্ণ: তিনি থাকতে পারেন দশ নম্বরে। আগের চেয়ে অনেক ভালো বল করছেন। চাপের মুখে ভালো বল করার ক্ষমতা রাখেন।
-
কুলদীপ যাদব: নয় নম্বরে থাকার কথা কুলদীপ যাদবের। চায়নাম্যানের ভেল্কিতে বিপক্ষের কটা উইকেট পড়ে সেটাই দেখার। তবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছেন ক্রিস গেইল।
-
পীযূষ চাওলা: তিনি দলের অপর স্পিনার, পীযূষ নামতে পারেন আট নম্বরে। উইকেটটেকার তো বটেই, বিপক্ষকে চাপে ফেলতে কুলদীপ আর তার জুটিই যথেষ্ট।
-
সুনীলের নারাইন: সুনীলের নারাইনের চোট নেই জানাচ্ছে নাইট রাইডার্স। স্পিনার হিসেবে থাকলেও, এই ম্যাচে তিনি ওপেন করবেন না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ওপেন না করলেও ব্যাটে-বলে বিধ্বংসী ভূমিকাতেও দেখা যাবে তাকে।
-
শুভমান গিল: তিনি থাকতে পারেন ছয় নম্বরে। গত ম্যাচে পর পর দুইটি ছয় মেরে দলকে জয়ের পথ দেখিয়েছেন তিনি।
-
আন্দ্রে রাসেল: তিনি যে পাঁচ নম্বরে থাকতে পারেন, এ নিয়ে খুব একটা সন্দেহ থাকার কথা নয়। গত ম্যাচে তারই দাপটেই কার্যত উড়ে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১৯ বলে ৪৯ রান করেছেন তিনি।
-
দীনেশ কার্তিক: অধিনায়ক-উইকেটকিপার দীনেশ কার্তিকের নামার কথা চার নম্বরে। ৩২ বছর বয়সী এই তারকা ক্রিকেটার আইপিএলে প্রতিটি সংস্করণেই অংশ নিয়েছেন। তাই তার অভিজ্ঞতা কাজে আসবেই।
-
রবীন উথাপ্পা: তিন নম্বরে নামার কথা রবীন উথাপ্পার। গত ম্যাচে চাপের মুখে যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল তার।
-
সুনীল নারাইন: দ্বিতীয় স্থানে সুনীল নারাইনের বদলে নীতীশ রাণাকেই বেছে নিতে পারে নাইট রাইডার্স। গত ম্যাচে ৪৭ বলে ৬৮ রান করেছেন নীতীশ। জয়ের পিছনে বড় ভূমিকা ছিল তারও।
-
ক্রিস লিন: এই ম্যাচে ওপেন করার কথা ক্রিস লিনেরই। তাকে নাইট রাইডার্স আরও একটা সুযোগ দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।