যেসব কারণে হায়দরাবাদকে হারিয়ে নাইট রাইডার্সের রুদ্ধশ্বাস জয়
আইপিএলে কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স ১৮২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল নাইটদের কাছে। ১৯.৪ ওভারে ৪ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৩ রান তুলে নেয় কেকেআর। কী কী কারণে দুই বল বাকি থাকতে, ছয় উইকেট হাতে নিয়ে জয়ের পথে এগিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স তা জেনে নিন।
-
আন্দ্রে রাসেলের ঝোড়ো ইনিংস নাইটদের জয়ের অন্যতম কারণ। রাসেল ১৯ বলে ঝোড়ো ৪৯ রান করে মরসুমের প্রথম জয় এনে দিলেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে।
-
শেষ ওভারে শুভমন গিল দুইটি ছয় মেরে নাইটদের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। রাসেলকে যোগ্য সঙ্গত দিয়েছেন শুভমান।
-
সে জিতে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক দীনেশ কার্তিক। ২০০ রানের আগেই সানরাইজার্সদের বেঁধে ফেলাটাও একটা বড় কারণ তো বটেই জয়ের।
-
ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, রশিদ খান প্রত্যেকেরই চার ওভার শেষ হয়ে গিয়েছিল। ১৯তম ওভারে তাই বেশির ভাগ রান তুলে নিতে পেরেছেন রাসেল।
-
নারাইনের আঙুলে চোট লাগায় এদিন ওপেন করতে পারেননি। তার জায়গায় ওপেন করতে নামানো হয় নীতীশ রানাকে। সেই সিদ্ধান্তেও ভুল ছিল না। ৪৭ বলে ৬৮ রান করেন তিনি এদিন।
-
রবীন উথাপ্পা যোগ্য সঙ্গত দিয়েছেন নীতীশকে।
-
ডেভিড ওয়ার্নার যখন আউট হন, দলের রান তখন ১৪৪। ওয়ার্নার নাইট বোলারদের সামলাতে পারলেও ইউসুফ পাঠান, মণীশ পাণ্ডেরা প্রসিদ্ধ কৃষ্ণ, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসনদের খেলতে পারেননি।
-
সানরাইজার্সের বোলাররা ডেথ ওভারে ছাপ ফেলতে পারেননি। তারই সুযোগে রাসেল-শুভমন জুটি নাইটকে জয়ের দরজায় পৌঁছে দেন। শাকিবকে দুটো ছয় মেরে খেলা শেষ করে দেন শুভমান।