বিরাট কোহলিকে থামানোর জন্য যেমন বোলিং করার পরামর্শ দিলেন শেন ওয়ার্ন
কেমন বোলিং করে বিরাট কোহলিকে থামানো যায়- বোলারদের এমন পরামর্শ দিলেন শেন ওয়ার্ন। জেনে নিন সেই পরামর্শের কথা।
-
ভারতীয় ক্রিকেট মহলের অনেকেই বলছেন, শচীন টেন্ডুলকারের থেকেও বেশি ধারাবাহিক বিরাট কোহলি। কথাটা একেবারে যে ভুল তা কিন্তু নয়। পরিসংখ্যান বিরাটের হয়ে কথা বলছে।
-
ব্যাটিং অর্ডারের প্রায় প্রত্যেকে ফ্লপ হলেও বিরাটের ব্যাট হাল ছাড়ে না। শেন ওয়ার্ন কিছুদিন আগেই বলেছিলেন, ‘বিরাট কোহলি সব সময় নিজের উপর বিশ্বাস রাখে। ও উইকেটে থাকলে টিম হারতে পারে না বলেই ওর বিশ্বাস। এই অ্যাটিটিউড চমৎকার।’
-
সেই বিরাট কোহলির ব্যাটিং নিয়ে কাঁটাছেড়া করতে বসেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিন কিংবদন্তি। বিশ্বের বড় বড় বোলাররাও বিরাটের ব্যাটিংয়ে কৌশল খুঁজে বের করতে পারছেন না। একবার উইকেটে সেট হয়ে গেলে বিরাটের উইকেট টলানো বেজায় মুশকিল। তবে এবার ওয়ার্ন জানালেন, ঠিক কেমন বোলিং করলে বিরাটকে কাবু করা যায়!
-
শেন ওয়ার্ন বলছিলেন, ‘লেগ-স্টাম্পে বোলিং করতে হবে। আর ঠিক করে ফিল্ডিং সাজাতে হবে অন সাইডে। অথবা অফ স্টাম্পের কিছুটা বাইরে নাগাড়ে বোলিং করে যেতে হবে। স্টাম্পে বোলিং করলে ও খেলে দেবে। কারণ অফ বা অন, দুই সাইডে ও বেশ শক্তিশালী। তাই বোলারকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে। অফ হোক বা অন, একটা দিকেই নাগাড়ে বোলিং করে যেতে হবে।’
-
ওয়ার্ন আরও বললেন, ‘কোহলির রিস্ট ওয়ার্ক দারুণ। এত ভালো রিস্ট ওয়ার্ক বলেই ও টেকনিক-এর দিক থেকে অন্যদের থেকে এগিয়ে। আমি হলে ওকে নাগাড়ে অফ স্টাম্পের বাইরে বোলিং করতাম। ওকে ড্রাইভ করতে দিতাম। স্লিপ, শর্ট কভারে ফিল্ডার রেখে। এতে ও অন সাইডে খেলতে না পেরে ক্রমাগত অফে খেলত। একটা হলেও মিস-হিট হতে পারত।’