জেনে নিন ১০০ বলের ক্রিকেটের নতুন ফরম্যাটের নিয়ম
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
আপডেট: ০৪:২৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
এতদিন ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাট ছিল ১২০ বলের। এবার আরও ছোট হল ক্রিকেট। শুরু হতে চলেছে ১০০ বলের ক্রিকেট। ইতিমধ্যে ক্রিকেটের এই নতুন ফরম্যাটের নিয়ম-কানুন প্রকাশ করেছে ইংল্যান্ড-ওয়েলস ক্রিকেট বোর্ড। আসুন জেনে নেওয়া যাক ১০০ বলের ক্রিকেটের নিয়ম-কানুন।
-
নতুন নিয়মে প্রতিটি ইনিংস হবে ১০০ বলের।
-
প্রতি ১০ বল অন্তর বোলারের প্রান্ত বদল হবে। আড়াই মিনিটের স্ট্র্যাটেজিক টাইম-আউট পাবে বোলিং সাইড।
-
একজন বোলার টানা ৫টি অথবা ১০টি করে বল করতে পারবেন। প্রতি বোলার সর্বোচ্চ ২০টি ডেলিভারি করতে পারবে।
-
প্রতিটি ইনিংসের শুরুতে পাওয়ার-প্লে হবে ২৫ বলের। পাওয়ার-প্লে চলাকালীন সর্বোচ্চ ২ জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকতে পারবেন।