যেভাবে সিরিজ জিতল ভারত
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা একতরফাভাবেই নিজেদের করে নিলো ভারত। আগের দুই ম্যাচে লড়াই করতে না পারা নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেটিও হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই সিরিজ নিশ্চিত করেছে বিরাট কোহলির দল। এবার জেনে নিন যেভাবে সিরিজ জিতল ভারত।
-
২০০৮ সালে শেষবার কিউয়িদের দেশে গিয়ে একদিনের সিরিজ জিতেছিল ভারত। সেই ইতিহাসই ফিরে এল সোমবার। টানা তিনটি ম্যাচ জিতে সিরিজ জিতল টিম ইন্ডিয়া।
-
নির্বাসন কাটিয়ে দলে ফিরে শুরুটা ভালই হল হার্দিক পান্ডের। ৪৫ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পাশাপাশি অসাধারণ ক্যাচে ফেরালেন কেন উইলিয়ামসনকে।
-
পেসারদের দাপটে টস জিতে ব্যাট করতে নেমে কখনই স্বস্তিতে ছিল না কিউইরা। ২৬ রানের মধ্যেই দুই ওপেনারকে ফেরান শামি-ভুবি। উইলিয়ামসনও উইকেটে থাকতে পারেননি বেশিক্ষণ।
-
৫৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন লাথাম-টেলর। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ১১৯ রান। মূলত এই পার্টনারশিপই নিউজিল্যান্ডকে ২৩৯-এ পৌঁছে দেয়।
-
ডেথ ওভারেও ভারতীয় বোলারদের দাপট অব্যাহত ছিল। যে কারণে রস টেলরের ৯৩ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও আড়াইশো তুলতে পারল না নিউজিল্যান্ড।
-
মহম্মদ শামির দাপটে সেভাবে খেলতেই পারেননি কিউইরা। ভারতের সফলতম বোলার মহম্মদ শামি। ৪১ রান দিয়ে ৩ উইকেট পেলেন শামি। পেলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও।
-
অধিনায়ক বিরাট কোহালি ৬০ রান করেছেন, রোহিত শর্মা করেছেন ৬২। এদিন ২৭ বলে ২৮ রান দিয়ে শিখর ধাওয়ান ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে দু’জনে ১১২ রান যোগ করলেন।
-
ভারতের স্পিনার জুটি এ দিনও সফল। কুলদীপ ভালো বল করলেও উইকেট পাননি। চহাল ৫১ রান দিয়ে পেলেন ২ উইকেট।
-
মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে দলে এলেন দীনেশ কার্তিক। হ্যামস্ট্রিংয়ের সমস্যার জন্য সোমবার বিশ্রাম দেওয়া হয়েছে মাহিকে। ধোনি শেষ মুহূর্তে বাদ পড়ায় দলে আসেন দীনেশ কার্তিক। ৩৮ বলে অপরাজিত ৩৮ রান করে দলকে সিরিজ জেতান ডিকে।