যে ক্রিকেটাররা দ্রুততম ১০০ উইকেট শিকারের তালিকায় রয়েছেন
দ্রুততম ১০০ উইকেট শিকারের তালিকায় প্রথম দশে শামি, বাকিরা কারা আছেন তাদের নাম জেনে নিন।
-
নেপিয়েরের মাঠে সকালেই আগুন ধরালেন শামি। পর পর দুটো উইকেট তুলে নিলেন। প্রবেশ করলেন দ্রুততম ১০০ উইকেট শিকারের তালিকার প্রথম দশে। টপকে গেলেন ইরফান পাঠানকে।
-
প্রথমেই রয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। ৪৪টি ম্যাচে ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন তিনি। শততম উইকেটটি পান ২০১৮ সালের ২৫ মার্চ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারারেতে।
-
এরপর রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ৫২তম ম্যাচে ১০০টি উইকেট পেয়েছিলেন তিনি। শততম উইকেটটি পান ২০১৬ সালের ২১ অগস্ট, শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে।
-
পাকিস্তানের সাকলাইন মুস্তাক রয়েছেন এই তালিকার তৃতীয় স্থানে। ৫৩টি ম্যাচ খেলে ১০০টি উইকেট পেয়েছিলেন তিনি। শততম উইকেটটি পান ১৯৯৭ সালের ১২ মে, শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্বালিয়রে।
-
নিউজিল্যান্ডের বোলার শেন বন্ড রয়েছেন চতুর্থ স্থানে। ৫৪টি ম্যাচ খেলে ১০০ উইকেটের পেয়েছিলেন তিনি। শততম উইকেটটি পান ২০০৭ সালের ২৩ জানুয়ারি, ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেডে।
-
পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলীয় বোলার ব্রেট লি। ২০০৩ সালের ২৫ জানুয়ারি মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে শততম উইকেটটি পান তিনি। সেটি ছিল তার ৫৫তম ম্যাচ।
-
তালিকায় ব্রেট লির পরেই জায়গা করে নিলেন মহম্মদ শামি। ৫৬ তম ম্যাচে ২০১৯ সালের ২৩ জানুয়ারি ১০০টি উইকেটের অধিকারী হলেন শামি।
-
শামি ছুঁয়ে ফেললেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে। ২০১৭ সালের ২৩ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শততম উইকেটটি পান তিনি। সেটিও ছিল তার ৫৬ তম ম্যাচ।
-
শামি পিছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে। ২০১৬ সালের ২৫ জুন বাসেতেরেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শততম উইকেটটি পান তিনি। সেটি ছিল তার ৫৮ তম ম্যাচ।
-
তালিকায় দশম স্থানে রয়েছেন ওয়াকার ইউনিস। জিম্বাবোয়ের বিরুদ্ধে আবু ধাবিতে শততম উইকেটটি দখল করেন তিনি। সেটি ছিল তার ৫৯তম ম্যাচ। ২০০৬ সালের ১৯ এপ্রিল এই তালিকায় নাম লেখান তিনি।
-
তালিকায় ওয়াকার ইউনুসের সঙ্গেই রয়েছেন ভারতীয় বোলার ইরফান পাঠান। পাকিস্তানের বিরুদ্ধে আবু ধাবিতে শততম উইকেটটি দখল করেন। সেটি ছিল তার ৫৯ তম ম্যাচ। ১৯৯৩ সালের ১ ফেব্রুয়ারি এই তালিকায় নাম লেখান তিনি।