অনুশকার সাথে বিয়ের পর বিরাট কোহলি যেসব রেকর্ড গড়েছেন
পরিসংখ্যান বলছে, অনুশকা সঙ্গে সম্পর্ক বা বিয়ের পর থেকে ক্রমেই রেকর্ডের শিখরে উঠেছেন বিরাট। তা অধিনায়ক হিসাবে হোন বা ব্যাটসম্যান। দেখে নেওয়া যাক, গত কয়েক বছরে বিরাট কোহলির কিছু বড় রেকর্ড।
-
এই সময়ে বিশ্বের দ্রুততম হিসেবে এক দিনের ম্যাচে দশ হাজার রান পূর্ণ করেন বিরাট।
-
বিশ্বের দ্রুততম হিসেবে ১৫ হাজার রানের মাইনস্টোন স্পর্শ করেছেন বিরাট কোহলি।
-
টেস্ট, একদিনের ম্যাচে গড় ৫০-এর বেশি। পিছিয়ে নেই টি-টোয়েন্টিতেও। ৪৯-এর বেশি গড় সেখানেও। বিশ্বের আর কোনও ব্যাটসম্যানের এমন রেকর্ড নেই।
-
আইসিসি র্যাঙ্কিং থাকার ক্ষেত্রেও বিরাট রেকর্ড গড়েছেন। সব থেকে বেশি পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকার রেকর্ড গড়েছেন বিরাট।
-
ক্রিকেট দুনিয়ার প্রথম ক্যাপ্টেন হিসাবে টানা তিন বছর এক হাজারেরও উপরে টেস্ট রান করেছেন কোহলি। গত বছরের ৫ অক্টোবর এই কীর্তি ছুঁয়েছেন তিনি।
-
ক্যাপ্টেন হিসাবে দ্রুততম তিন হাজার রান বেরিয়েছিল তার ব্যাট থেকেই। মাত্র ৪৯ ইনিংসেই ওই রান তুলে নেন কোহলি। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্সের রেকর্ডও ভেঙে ফেলেন তিনি। ক্যাপ্টেন হিসাবে ৬০টি ইনিংসে ওই রান করেছিলেন এবি।
-
প্রথম ব্যাটসম্যান হিসাবে টানা চারটি টেস্ট সিরিজে চারটে ডাবল সেঞ্চুরি করেছিলেন বিরাট। কোহলির আগে অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান এবং রাহুল দ্রাবিড় টানা তিনটি টেস্ট সিরিজে তিনটি ডাবল সেঞ্চুরি করেছিলেন।
-
২০১৭-১৮ সালে একটিও টি-টোয়েন্টি সিরিজ হারেনি ভারত। যার বেশির ভাগেরই অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। গত ইংল্যান্ড সফর ছাড়া এক দিনের সিরিজেও অধিনায়ক বিরাট অপরাজিত থেকে গিয়েছেন।
-
টেস্ট সিরিজেও অধিনায়ক বিরাটের ভূমিকা প্রশংসাযোগ্য। মাঝে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারলেও, বাকি সব ক্ষেত্রেই সিরিজ দখলে রেখেছে ভারত। এক্ষেত্রেও উজ্জ্বল অধিনায়ক বিরাট।
-
সর্বশেষ সাফল্য বিরাট কোহালির নেতৃত্বে এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ায় সিরিজ জয়। স্বাভাবিকভাবেই প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি।