আইপিএলে এবারে নাইটদের সেরা একাদশ যেমন হতে পারে
এরই মধ্যে নিলাম পর্ব শেষ হয়েছে। নিজেদের পছন্দের ক্রিকেটারদের কিনে নিয়েছে প্রতিটি দলই। সেই মতো বেশ কিছু নতুন মুখ এসেছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দলেও। রয়েছেন পুরনোরাও। দেখে নেওয়া যাক কেমন হতে পারে নাইটদের সেরা একাদশ।
-
ক্রিস লিন : ওপেনার হিসেবে দলে থাকছেন ক্রিস লিন। শুরুতেই দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে।
-
সুনীল নারাইন : মূলত বোলার হলেও, নাইটদের হয়ে ওপেন করছেন। দ্রুত রান করার ক্ষমতা রয়েছে। পাশাপাশি নারাইনের বোলিং ক্ষমতা নিয়ে কোনো প্রশ্নই নেই।
-
রবিন উথাপ্পা : টি-টোয়েন্টি পক্ষে আদর্শ ক্রিকেটার। যদিও বর্তমানে ভারতীয় দলে সুযোগ নেই। আইপিএলকে সামনে রেখে জাতীয় দলে ঢোকার চেষ্টা করবেন।
-
নীতীশ রাণা : তরুণ প্রতিভাবান ক্রিকেটার হিসেবে নজর কেড়েছিলেন গত আইপিএল-এ। এবারও রাণার দিকে তাকিয়ে থাকবে দল।
-
শুভমান গিল : অনুর্ধ্ব ১৯-এর এই ক্রিকেটার কেকেআর-এর বড় সম্পদ। জাতীয় নির্বাচকদের নজরও রয়েছে তার দিকে।
-
দীনেশ কার্তিক : এই মুহূর্তে টি-টোয়েন্টিতে অন্যতম সেরা ক্রিকেটার। জাতীয় দলের পাশাপাশি নাইটেদের অন্যতম প্রধান ভরসা বলা চলে।
-
আন্দ্রে রাসেল : ফর্মে থাকলে যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। বল-ব্যাট দু’ক্ষেত্রেই সমান দক্ষ।
-
কুলদীপ যাদব : বাঁ-হাতি স্পিনারটি দলের সম্পদ। জাতীয় দলের পাশাপাশি নাইটদের সাফল্যের অন্যতম কান্ডারী হয়ে উঠতে পারেন।
-
পীযূষ চাওলা : বর্তমানে ভারতীয় দলে সুযোগ নেই। জাতীয় দলে ঢোকার জন্য আইপিএল-এ সফল হতেই হবে।
-
লোকি ফার্গুসন : নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন এবার নাইট দলের নয়া সদস্য। লোকি দলে থাকায় নাইটদের বোলিংয়ে বৈচিত্র আসবে।
-
শিবম মাভি : আগেরবার থেকেই শিবমের দিকে নজর ছিল। এবারও ভাল পারফরম্যান্স জাতীয় দলের সুযোগ বৃদ্ধি করতে পারে।