এবারের আইপিএল নিলামে স্টার হতে পারেন যে নতুন ক্রিকেটাররা
আইপিএলের নিলামে চেনা মুখ ছাড়িয়ে চমক দিতে পারে বেশ কিছু অচেনা মুখ। আইপিএলে না খেললেও বিশ্বের নানা প্রান্তের শর্ট ফরম্যাটের ক্রিকেটের তারকা তারা। ফলে এ বারের নিলামে তারাই হয়ে উঠতে পারেন আলোচনার মূল কেন্দ্রে।
-
এবারের আইপিএলের নিলামে বেশির ভাগ দলেরই নজরে রয়েছে নবরুণ চক্রবর্তী। তামিলনাড়ু প্রিমিয়ার লিগ (টিএনপিএল)-এবহু ব্যাটসম্যানই এই স্পিনারের বলে খাবি খেয়েছেন। ২০১৮ সালে মাদুরাই প্যান্থার্সকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর বরুণের ইকনমি রেট ছিল ৪০ ওভারে ৪.৭। তার বেস প্রাইস ২০ লাখ টাকা।
-
আফগান প্রিমিয়ার লিগে এক ওভারে ছ’টি ছয় মেরে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিলেন হজরতুল্লাহ জাজাই। চলতি বছরের অক্টোবরে ওই নজির গড়ার পথে টি-টোয়েন্টিতে দ্রæততম হাফ সেঞ্চুরির রেকর্ডও (১২ বলে) ছুঁয়ে ফেলেন এই বাঁ হাতি ওপেনার। ৫০ লাখ টাকা বেস প্রাইসের ২০ বছরের জাজাই আরও চমক দিতে পারেন এই নিলামে।
-
সংযুক্ত আরব আমিরশাহির টি-টেন লিগে ম্যান অব দ্য টুর্নামেন্ট ছিলেন হার্ডাস ভিয়ুন। দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলারের গতিতে ধরাশায়ী হয়েছিলেন ১৮ জন ব্যাটসম্যান। প্রোটিয়াদের হয়ে বিশ্বকাপের দলে তাকে দেখা না গেলেও আইপিএলে চমক দিতে পারেন হার্ডাস।
-
দক্ষিণ আফ্রিকার এমজাঞ্জি সুপার লিগে স্টার ছিলেন রিজা হেনড্রিকস। ক্যারিয়ারের শুরুতে তেমন সফল না হলেও ২০১৮ সালে এই টপ অর্ডার ব্যাটসম্যানের স্কিলে মুগ্ধ হয়েছেন অনেকেই। ডেথ ওভারেও তার ফিনিশার হিসাবেও কামাল করেছেন রিজা। ৫০ লাখ টাকা বেস প্রাইস থাকায় অনেক দলের নজরেই রয়েছেন এই হার্ড হিটার।
-
২০১৮ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন খেরি পিয়ের। মূলতএই বাঁ-হাতি স্পিনারের পারফরম্যান্সে ভর করেই ত্রিবাঙ্গো নাইট রাইডার্স টুর্নামেন্টেরফাইনালে পৌঁছায়। শিমরন হেট মায়ারের মতোই এবারের আইপিএল নিলামে জ্বলে উঠতে পারেন।