আইপিলের নিলামের আগ মুহূর্তে চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য ক্রিকেটাররা
আইপিএল নিলামের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। নিলামে উঠতে চলেছেন শ’তিনেক ক্রিকেটার। রয়েছে অনেক বড় নাম। তাদের দলে নেওয়ার জন্য লড়াই আট ফ্র্যাঞ্চাইজির। নিলামের আগে অবশ্য সব দলই বেশ কিছু ক্রিকেটারকে রেখে দিয়েছে। এবার জেনে নেয়া যাক চেন্নাই কাদের ধরে রাখল।
-
আইপিএলের ইতিহাসে সফলতম ক্যাপ্টেনের নাম বলতে বেশি ভাবতে হয় না। চেন্নাইকে তিনবারের চ্যাম্পিয়ন এবং আরও চারবার ফাইনালে তোলার পিছনে মহেন্দ্র সিং ধোনির যথেষ্ট অবদান রয়েছে। চলতি বছরেই ১৬টি ম্যাচে ৪৫৫ রান করেছেন তিনি। ফলে টিমের প্রথম ক্রিকেটার হিসাবে ধোনিকে টিমে রাখতে বেশি ভাবেননি দলীয় কর্তারা।
-
সুরেশ রায়নাকে ছাড়া আইপিএল যেন ভাবাই যায় না। সিএসকে-র অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে ধোনির পাশাপাশি তার নামও উঠে আসে। চাপের মুখে বহু ম্যাচ বাঁচানো ইনিংস খেলেছেন রায়না। সেই সঙ্গে তার অফ-ব্রেকের কথাটাও ভুলে যাবেন না যেন! সিএসকে-র হয়ে ২০১৮ সালের টুর্নামেন্টে ১৫ ম্যাচে ৪৪৫ রান করেছেন রায়না।
-
আগামী বছরেও সিএসকে-র জার্সিতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিকে। ১১তম আইপিএলে ৬ ম্যাচে মাত্র ১৬২ রান করতে দেখা গিয়েছে তাকে। তবুও ফাফকে দলে রেখে দিয়েছে চেন্নাই।
-
টেস্টে ধৈর্যশীল ইনিংস খেললেও টি-টোয়েন্টিতে যেন অন্য মুরলী বিজয়কে দেখা যায়। তবে ২০১৮-তে ফর্ম খুব একটা ভাল না থাকলেও সিএসকে তাকে দলে রেখেছে। চেন্নাই ছাড়াও দিল্লি বা পাঞ্জাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
-
ধোনি বা রায়নার মতো সিএসকে-তে নিয়মিত দেখা যায় রবীন্দ্র জাদেজাকে। ১১তম আইপিএলে ১৬ ম্যাচে ১১টি উইকেট শিকার করেছেন জাড্ডু। ফলে নিলামের আগেই তাকে দলে রেখে যে বড় একটা ভুল করেননি দলের কর্তারা, তা বোঝাই যাচ্ছে।
-
২৭ বছরের ইংল্যান্ডের স্যাম বিলিংসকেও দলে রেখে দিয়েছে সিএসকে। গত বছরের নিলামে ১ কোটি টাকায় তাকে দলে এনেছিলে সিএসকে। তবে ২০১৮-তে নজরকাড়া পারফরম্যান্স না করলেও তার উপর ভরসা রেখেছেন রয়েছে সিএসকে-র। সেবার ১০ ম্যাচে ১০৮ রান করলেও এই উইকেটকিপার-ব্যাটসম্যান যে কোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারেন।
-
এক সময় আইসিসি র্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। মাত্র ৫০ লাখ টাকায় দলে আনলেও এই কিউয়ি অলরাউন্ডার একার হাতেই ম্যাচ জেতাতে পারেন।
-
অলরাউন্ডারের অভাব মেটাতে ইংল্যান্ডের ডেভিড উইলিকে ব্যবহার করতে পারে সিএসকে। বল হাতে তো বটেই, এই ক্রিকেটারব্যাট হাতেও চমকে দিতে পারেন।
-
ব্যাট-বল ছাড়াও দর্শকদের মাতাতে যে কয়েক জন ক্রিকেটারের নাম একেবারে সামনের সারিতে থাকবে, তাদের মধ্যে অন্যতম ডোয়েন ব্রাভো। ২০১৮-র আইপিএলের ১৬টি ম্যাচে ১৪১ রান ছাড়াও ১৪টি উইকেট নিয়েছেন তিনি।
-
সিএসকে-র মিডল অর্ডারের শক্তি বাড়াতে শেন ওয়াটসনের কাছাকাছি অন্য নাম খুঁজে পাওয়া মুশকিল। ২০১৮-তে তার ব্যাট থেকেই বেরিয়েছে বহু ম্যাচ জেতানো ইনিংস। ১৫ ম্যাচে ৫৫৫ রান ছাড়াও ৬টি উইকেটও নিয়েছেন তিনি।
-
২০১৭-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেকেই নিজের জাত চিনিয়ে ছিলেন লুঙ্গি এনগিডি। দক্ষিণ আফ্রিকার এই তরুণ পেসারকে নবাগতদের মধ্যে অন্যতম প্রতিভাবান বলে মনে করেন অনেকেই।
-
বল হাতে রান দিলেও মোক্ষম সময়ে উইকেট তুলে নেয়ার ক্ষমতা রাখেন ইমরান তাহির। ৩৭ বছর বয়সে আইসিসি টি-টোয়েন্টির তালিকায় বোলার হিসাবে শীর্ষে রয়েছেন তিনি। দিল্লি এবং পুণের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাহিরের।
-
২০১৮-তে চেন্নাইয়ের হয়ে ক্রিজেই নামতে পারেননি কেদার যাদব। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। তবে আগামী বছরে কেদার যাদবই এই দলের কি-প্লেয়ার হয়ে উঠলে অবাক হওয়ার থাকবে না।
-
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বহু ম্যাচজেতানো ইনিংস খেলেছেন অম্বাতি রায়ুডু। ২০১৮-তে ১৬টি ম্যাচে ৬০২ রান করেছেন তিনি।
-
২০১৮-র আইপিএল সফরটা ভুলে যেতে চাইবেন হরভজন সিং। ১৩ ম্যাচে মাত্র ৭ উইকেট নিয়েছিলেন তিনি। ধোনির নেতৃত্বে আগামী বছরটা ফের নতুন করে শুরু করতে চাইবেন ৩৮ বছরের এই ক্রিকেটার।
-
চেন্নাই টিমে আরও রয়েছেন দীপক চাহার, কে এম আসিফ, কর্ণ শর্মা, ধ্রুব শোরে, এন জগদীশন, শার্দূল ঠাকুর, মনু কুমার এবং চৈতন্য বিষ্ণোই। এর মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে মার্ক উড, কনিষ্ক শেঠ এবং ক্ষিতীজ শর্মাকে। ৮ কোটি ৪০ লাখ টাকার পুঁজি নিয়ে আর কোন ক্রিকেটারদের দলে টানবে সিএসকে? উত্তরের জানা যাবে আগামীকাল।