নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য ক্রিকেটারদের দেখে নিন
জয়পুরে বসছে আইপিএল নিলাম। নিলামের আগে এই মুহূর্তে কোন দল কোথায় দাঁড়িয়েছে তা নিয়ে চলছে আলাপ-আলোচনা। দেখে নেওয়া যাক এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স।
-
দীনেশ কার্তিক : ছোট ফর্ম্যাটে ব্যাটসম্যান বা কিপার কার্তিককে নিয়ে প্রশ্ন নেই। দলকে জয়ের রাস্তায় ফেরাতে এবারেও প্রয়োজন হবে ক্যাপ্টেন কার্তিকেরও।
-
রবিন উথাপ্পা : বিধ্বংসী না হলেও গতবার ভালোই খেলেছেন রবিন। প্রবল গরম আর সম্ভাব্য স্পিনিং ট্র্যাকে তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে নাইট রাইডার্স।
-
ক্রিস লিন : ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে তেমন ফর্মে ছিলেন না এই অজি ওপেনার। তবে আইপিএলে আসন্ন মৌসুমে তার উপর ভরসা রাখছে নাইট কর্তৃপক্ষ।
-
আন্দ্রে রাসেল : রাসেলের ব্যাট কথা বললে কী হতে পারে তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তাই বিপুল অর্থ দিয়েও রাসেলকে রেখে দিয়েছে নাইট রাইডার্স।
-
সুনীল নারিন : বল হাতে তো বটেই, ব্যাট হাতেও একটা ভালো শুরুর জন্য নারিনের দিকে তাকিয়ে থাকবে নাইট রাইডার্স। তিনি দলের অন্যতম অভিজ্ঞ সদস্য।
-
শুভমান গিল : ভারতের এই তরুণ সেনসেশনকে গতবারই দলে নিয়েছে নাইটরা। বেশ কয়েকটি ভাল ইনিংসও খেলেছেন তিনি। সম্প্রতি ভারত এ দলের হয়েও ভাল খেলেছেন।
-
পীযূষ চাওলা : বিশেষজ্ঞদের ধারণা এই লেগ স্পিনারকে বড় ভূমিকা নেবে আইপিএলের ম্যাচে। তিনি অবশ্যই থাকছেন।
-
কুলদীপ যাদব : যে কোনও পিচে ম্যাজিক দেখাতে পারেন এই চায়নাম্যান। তাই তাকে ছাড়তে চায়নি নাইট থিঙ্ক ট্যাঙ্ক।
-
প্রসিদ্ধ কৃষ্ণ : ডেথ ওভার বোলিংয়ে চমকে দিয়েছিলেনন এই তরুণ। তার গতিতে বিভ্রান্ত হচ্ছেন তাবড় ব্যাটসম্যানও।
-
শিভম মাভি : ১৯ বছরের এই ভারতীয় স্পিডস্টার গতি দিয়ে যে কোনও ব্যাটসম্যানকে চমক দেওয়ার ক্ষমতা রাখেন। তাকেও এবারে রেখে দিয়েছে নাইট রাইডার্স।
-
নীতীশ রাণা : ব্যাটে বলে ভাল ছন্দে ছিলেন দিল্লির এই অলরাউন্ডার। ব্যাট হাতে তো বটেই, স্পিনিং ট্র্যাক হলে মাঝের ওভারগুলোতে তাকে প্রয়োজন পড়তেই পারে।
-
রিঙ্কু সিংহ : আলিগড়ের বছর কুড়ির এই ক্রিকেটার অত্যন্ত প্রতিভাবান। গত আইপিএলে তেমন কিছু করতে না পারলেও তার উপর ভরসা রেখেছেন নাইট কর্তৃপক্ষ।
-
কমলেশ নাগারকোটি : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার কমলেশ। জয়পুরের ১৮ বছরের ছেলেটির হাত থেকে প্রায়ই ১৪৫-১৫০ কিমি গতিতে বল বেরোতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন গেøন ম্যাকগ্রা, সৌরভ গঙ্গোপাধ্যায়রা। গতবার চোটের জন্য খেলতে পারেননি। এবারে তার কাছে থেকে ভাল কিছু আশা করবে নাইটরা।