প্রথম আইপিএলে কেকেআরের ম্যাচের সেই ১১ ক্রিকেটার কোথায় আছেন জেনে নিন
শুরু হয়ে গিয়েছে আইপিএল নিয়ে নানা আলোচনা। আর আইপিএল মানেই প্রথমে চলে আসে কেকেআর (কলকাতা নাইট রাইডারস)-এর কথা। সৌরভ গাঙ্গুলি থেকে বর্তমানে দীনেশ কার্তিক-পালা বদল হয়েছে অনেক। দেখে নেওয়া যাক প্রথম আইপিএল-এ কেকেআর-এর প্রথম ম্যাচ প্রথম এগারো জন কে কী করছেন।
-
সৌরভ গাঙ্গুলি : সৌরভের হাত ধরে পথ চলা শুরু করেছিল। বর্তমানে সিএবির প্রেসিডেন্ট, পাশাপাশি আইপিএল গর্ভনিং কাউন্সিলের চার সদস্যের অন্যতম।
-
ব্রান্ডন ম্যাকালাম : প্রথম আইপিএল-এ তার ৭৩ বলে ১৫৮ রান অন্যতম সেরা, চর্চিত ইনিংস। পরবর্তীতে কলকাতা ছেড়ে বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। বর্তমান বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলছেন।
-
রিকি পন্টিং : কেকেআর-এর অন্যতম সদস্য ছিলেন। পরবর্তীতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নেমেছিলেন। বর্তমানে দিল্লি ডেয়ারডেভিলসের কোচ।
-
ডেভিড হাসি : দলের গুরুত্বপূর্ণ ফিনিসার ছিলেন। কলকাতার অন্যতম সফল ক্রিকেটার। পরবর্তীতে পাঞ্জাব এবং চেন্নাইয়ের হয়েও মাঠে নেমেছিলেন। বর্তমানে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে খেলছেন।
-
মহম্মদ হাফিজ : শুধুমাত্র একটি আইপিএলের একটি সেশনই খেলেছেন। পাকিস্তানের জাতীয় দল ছাড়াও বিশ্ব জুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলছেন।
-
লক্ষ্মীরতন শুক্ল : বাংলার প্রাক্তন ক্রিকেটার। প্রথম আইপিএলে সৌরভের অতি পছন্দের পাত্র ছিলেন। বর্তমানে পশ্চিমবঙ্গের মন্ত্রী।
-
ঋদ্ধিমান সাহা : সে সময় কলকাতার উইকেট রক্ষকের দায়িত্ব ছিল তার কাঁধে। আইপিএলের অন্যতম সফল উইকেটরক্ষক। পরবর্তীতে চেন্নাই, পাঞ্জাবের হয়ে খেলেছেন। গত আইপিএল-এ হায়দরাবাদের প্রতিনিধি ছিলেন।
-
অজিত আগারকর : প্রথম আইপিএল মোটেই ভাল ছিল না। নয়টি ম্যাচে পেয়েছিলেন আট উইকেট। পরবর্তীতে দিল্লি ডেয়ারডেভিলের হয়ে খেলেছেন। ক্রিকেট থেকে অবসর নিয়ে বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন।
-
ইশান্ত শর্মা : আঠারো বছরের তরুণ ইশান্তের প্রথম আইপিএল মোটেই ভালো ছিল না। এখনও পর্যন্ত পাঁচটি দলের হয়ে খেলেছেন। যদিও শেষ বার কোনও দলই তাকে কেনেনি।
-
মুরলি কার্তিক : প্রথম আইপিএল-এ তেমন কিছুই করতে পারেননি। ছয়টি ম্যাচে পেয়েছিলেন তিন উইকেট। কলকাতা ছাড়ার পর পুণে, বেঙ্গালুরু এবং পাঞ্জাবের হয়ে খেলেছেন। বর্তমানে ক্রিকেট ভাষ্যকার হিসেবে কাজ করছেন।
-
অশোক দিণ্ডা : সৌরভের প্রিয় পাত্র হিসাবে প্রথম আইপিএল-এ খেললেও তেমন কিছু করতে পারেননি। এখনও পর্যন্ত আইপিএল-এ পাঁচটি দলের হয়ে খেলেছেন।