পাকিস্তান ক্রিকেট দলের মানসিক সমস্যার কারণে মনোচিকিৎসক চাইলেন কোচ!
জানা গেছে পাকিস্তানের ক্রিকেটাররা মানসিক রোগে ভুবছেন। তাদের সুস্থতার জন্য মনোচিকিৎসক চেয়েছেন দলের কোট আর্থার।
-
চাপের মুখে ভেঙে পড়ছে দলের যে কোনো ক্রিকেটার। সেট হয়ে ব্যাট করতে করতে আচমকা উইকেট ছুঁড়ে দিয়ে আসছেন দলের প্রথম সারির ব্যাটসম্যান। আসল সমস্যাটা কী! বুঝতেই পারছেন না পাকিস্তান কোচ মিকি আর্থার।
-
আর্থার মনে করছেন, দল কোনো রকম মানসিক সমস্যার মধ্যে রয়েছে। তাই চাপ সামলাতে পারছে না। সেজন্য পাক ক্রিকেট বোর্ডের কাছে তিনি দলের সঙ্গে একজন মনোবিদকে জুড়ে দেওয়ার আবেদন করেছেন।
-
কোচের এমন প্রস্তাবে সাড়া দিয়েছে পাক বোর্ড। তবে পুরো ব্যাপারে নাকি অন্ধকারে রয়েছেন ক্যাপ্টেন সরফরাজ আহমেদ। একজন মনোবিদ কী করে দলের মানসিক অবস্থা ফেরাতে সক্ষম হবেন, সেই ব্যাপারে তিনি এখনও সন্দিহান।
-
২০১৬ থেকে পাকিস্তান দলের কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন আর্থার। গত কয়েক মাসে পাকিস্তান দলের ক্রিকেটারদের মানসিক অবস্থা বিগড়েছে বলে দাবি করেছেন তিনি।
-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান হেরেছে মাত্র চার রানে। তারপরই মিকি আর্থার দাবি করেছেন, দলের ক্রিকেটাররা চাপের মুখে ভেঙে পড়েছেন।
-
এর আগেও পাক দলে মনোবিদের নিয়োগ দেয়া হয়েছিল। তবে অতীতেও তাতে খুব একটা লাভ হয়নি তাদের।