যিনি ৩৫ টাকার দিনমজুর থেকে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার!
এক সময় ৩৫ টাকা রোজ টাইলস কোম্পানিতে দিনমজুরের কাজ করতেন মুনাফ প্যাটেল। সেখান থেকে বিশ্বকাপ জয়ী দলের সদস্য হন।
-
মুনাফ প্যাটেল বলেন, ‘ক্রিকেটার না হলে এতদিনে হয়তো আফ্রিকার কোথাও দিনমজুরের কাজ করতাম। আমার এলাকার অনেক ছেলে ওখানেই কাজ করে।’ আজ তার অবসরের দিন।
-
২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন এরিক সিমন্স। তিনি একবার বলেছিলেন, ‘আড়ালে থাকা হিরো মুনাফ। ভারতের বিশ্বকাপ জয়ের পিছনে তার অনেক অবদান রয়েছে। জাহির খান, যুবরাজ সিংদের মতোই।’
-
১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানলেন মুনাফ। অবসরের বেলার মুনাফ বলছেন, ‘আমি গ্রামের মানুষ। ইংরেজি জানতাম না। এমন কী শহুরে আদব-কায়দাও জানা ছিল না। ক্রিকেটের জন্যই সব শেখা।’
-
২০১১ বিশ্বকাপে ১১টি উইকেট পেয়েছিলেন মুনাফ। ভারতের বিশ্বকাপ জয়ের পিছনে তার সত্যিই অনেক বড় অবদান ছিল।
-
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও দুবাইয়ে টি-১০ লীগে খেলবেন মুনাফ। এছাড়া ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে আসারও পরিকল্পনা রয়েছে তার।
-
শেন ওয়ার্ন নিজের আত্মজীবনী নো স্পিন-এও মুনাফের প্রসঙ্গ উল্লেখ করেছেন। সেখানে মুনাফকে বড় হৃদয়ের মানুষ বলে ব্যাখ্যা করেছেন অজি স্পিন কিংবদন্তি। একই সঙ্গে, মুনাফের উপস্থিত বুদ্ধিরও তারিফ করেছেন তিনি।
-
মুনাফ জানিয়েছেন ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলোচনার পরই তিনি ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অবসরের পিছনে বিশেষ কোনো কারণ নেই বলেও জানিয়েছেন এই গুজরাটি ক্রিকেটার। নতুনদের জন্য সুযোগ বাড়াতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।