শচীনের চেয়ে কোহলি এগিয়ে থাকার পরিসংখ্যান দেখুন
তাদের দুজনার তুলনা অপ্রাসঙ্গিক। দুজনের ব্যাটিং ঘরানা দুই রকমের। আবার দুজনের ক্রিকেটের ক্যারিয়ার দুই সময়ের। তারপরেও শচীনের চেয়ে কাহলি এগিয়ে থাকার এক পরিসংখ্যান দেখে নেয়া যাক।
-
দুজনেই একদিনের ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক টপকেছেন। শচীনের থেকে কম ইনিংস খেলে বিরাট এই রেকর্ড গড়েছেন।
-
পরিসংখ্যান যা বলছে- ওডিআই ক্রিকেটে ১০ হাজার করতে শচীন নিয়েছেন ২৫৯ ইনিংস। বিরাট সেখানে এই মাইলফলক ছুঁয়েছেন ২০৫ ইনিংসে।
-
১০ হাজার রান গড়ার পথে শচীনের ব্যাটিং গড় ছিল ৪২.৬৩। বিরাটের সেক্ষেত্রে ৫৯.৬২।
-
২৮টি সেঞ্চুরি ও ৫০টি হাফ সেঞ্চুরি করেছিলেন শচীন। বিরাট সেখানে ১০ হাজার রান করতে ৩৭টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন।
-
টিমের জন্য করা শচীনের রান (শতাংশ) ১৯.৩। দশ হাজারের পথে দলের জন্য বিরাটের রান (শতাংশ) ২০.২।
-
১০ হাজার রান পূরণ করার পথে শচীন ৩৮টি ম্যাচে সেরা হয়েছেন। বিরাট সেখানে ৩০টি ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন।