যে কারণে ম্যাচের মাঝে মাঠ থেকে বেরিয়ে গেলেন ডেভিড ওয়ার্নার
অনেকটা বাচ্চাদের মতো আচরণ করে বসলেন ডেভিড ওয়ার্নার। ম্যাচের মাঝে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। সিডনিতে এক গ্রেড ম্যাচে খেলতে নেমেছিলেন ওয়ার্নার।
-
বিপক্ষ দলের এক ক্রিকেটার তাকে ক্রমাগত স্লেজিং করছিল বলে অভিযোগ করেন ওয়ার্নার।
-
আম্পায়ারের কাছে বেশ কয়েকবার অভিযোগ করেন ওয়ার্নার। তাতে লাভ হয়নি। ৩৫ রানে ব্যাট করার সময় হঠাৎ করেই মাঠ ছেড়ে হন হন করে বেরিয়ে যান ওয়ার্নার। আম্পায়ারকে বলে যান, ‘আমি আর খেলব না। এই গেম থেকে নিজেকে সরাচ্ছি।’
-
ওয়েস্টার্ন সাবার্ব-এর বিরুদ্ধে নেমেছিলেন ওয়ার্নার। রান্ডউইক পিটারসমের হয়ে।
-
ওয়ার্নারের মাঠ ছাড়ার ঘটনা অবশ্য অনেকেই ভালোভাবে নেননি। কেউ কেউ বলছেন, স্লেজিং অজি ক্রিকেটের অবিচ্ছেদ্য অঙ্গ। সেক্ষেত্রে একজন অজি স্লেজিং নিয়ে এতটা বিরক্ত হয়ে পড়লেন কী করে! কেউ আবার বলেছেন, বারবার ওয়ার্নারকে ঘিরেই কেন নতুন নতুন বিতর্ক তৈরি হয়!
-
বল-বিকৃতি কাণ্ডের জন্য এক বছর নির্বাসনে রয়েছেন ওয়ার্নার। কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে প্রস্তুত রাখছেন। ওয়ার্নার কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করে চলেছেন।
-
এদিন সতীর্থরা বারবার ওয়ার্নারকে মাঠে ফিরতে অনুরোধ করেন। শেষ পর্যন্ত ক্রিজে ফেরেন ওয়ার্নার।
-
শুধু ফিরলেনই না, ফিরে সেঞ্চুরিও করলেন ওয়ার্নার।