বিরাটের আগে যারা দশ হাজার রান করেছেন
ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি দশ হাজার রানের ঘর ছুঁয়েছেন। তার আগেও যারা দশ হাজার রান করেছেন তাদের ছবি দেখুন এবার।
-
২০০১ সালে শচীন টেন্ডুলকার ২৫৯ ইনিংসে দশ হাজার রান করেছেন।
-
সৌরভ গাঙ্গুলী ২৬৩ ইনিংসে দশ হাজার রান করেনেছন ২০০৫ সালে।
-
২০০৭ সালে রিকি পন্টিং ২৬৬ ইনিংস দশ হাজার রান করেছেন।
-
২৭২ ইনিংসে জ্যাক ক্যালিস দশ হাজার রান করেছিন ২০০৯ সালে।
-
মহেন্দ্র সিং ধোনি ২৭৩ ইনিংসে ২০১৮ সালে দশ হাজার রান করেছেন।
-
ব্রায়ান লারা ২৭৮ ইনিংসে দশ হাজার রান করেছেন ২০০৬ সালে।
-
২০০৬ সালে রাহুল দ্রাবিড় ২৮৭ ইনিংসে দশ হাজার রান করেছে।
-
তিলকরত্নে দিলসান ২৯৩ ইনিংসে দশ হাজার রান করেছেন ২০১৫ সালে।
-
কুমার সাঙ্গাকারা ২৯৬ ইনিংসে ২০১২ সালে দশ হাজার রান করেছেন।
-
ইনজামাম-উল-হক ২৯৯ ইনিংসে দশ হাজার রান করেছেন ২০০৪ সালে।
-
সানাথ জয়সুরিয়া ৩২৮ ইনিংসে দশ হাজার রান করেছেন ২০০৬ সালে।
-
২০১১ সালে মহেলা জয়াবর্ধনে ৩৩৩ ইনিংসে দশ হাজার রান করেছেন।