রেকর্ড গড়ায় বিরাট না-কি শচীন এগিয়ে?
দেখে নেওয়া যাক ১০ হাজার রানে থাকা অবস্থায় বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকারের পরিসংখ্যান।
-
দশ হাজার রান পূর্ণ করতে কোহলি নিলেন ২০৫ ইনিংস, যার ধারে কাছে নেই ব্যাটিংয়ের অন্যান্য কিংবদন্তিরা। ওয়ান ডে ক্রিকেটের এই পর্বত শৃঙ্গ ছুঁয়েছেন অপর বিশ্বসেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।
-
দশ হাজার রান পূর্ণ করতে বিরাট নিলেন ২০৫ ইনিংস, আর শচীনের লেগেছিল ২৫৯টি ইনিংস।
-
দশ হাজার রান পূর্ণ করার সময় বিরাটের গড় ছিল ৫৯.৬২ আর শচীনের ৪২.৬৩।
-
দশ হাজার রান করার সময় বিরাটের ভান্ডারে ছিল ৩৭টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ সেঞ্চুরি। শচীন দশ হাজার ছুঁয়েছিলেন ২৮টি শতক ও ৫০টি অর্ধশতকের হাত ধরে।
-
দশ হাজার রানের ক্লাবে পৌঁছনোর সময় ভারতের মোট দলগত রানের ২০.২ শতাংশ অবদান ছিল বিরাটের। আর শচীনের ক্ষেত্রে তা ছিল ১৯.৩ শতাংশ।
-
দশ হাজারে পৌঁছনোর সময় শচীন ৩৮ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, বিরাট পেয়েছেন ৩০টি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। তবে বিরাট ৮ বার কম ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ৫৪টি ম্যাচ কম খেলে।
-
ঘরের মাঠে ১৬০টি একদিনের ম্যাচ খেলার পর শচীনের গড় ছিল ৪৮.১১। আর বিরাটের ক্ষেত্রে ৭৭টি একদিনের ম্যচের পর বিরাটের গড় ৫৯.২৫।
-
দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় শচীন ১৩২টি একদিনের ম্যাচ খেলে ৯টি সেঞ্চুরি করেছেন, বিরাট সেখানে এই দেশগুলিতেই ৬৭টি একদিনের ম্যাচে করেছেন ৯টি সেঞ্চুরি।