বিরাট কোহলির সেরা পাঁচ সেঞ্চুরি
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একদিনের সিরিজে প্রথম ম্যাচেই অধিনায়ক বিরাট কোহালি ১০৭ বলে ১৪০ রান করেছেন। ওয়ান ডেতে শতরানের বিচারে তার সামনে এখন শুধুই শচীন টেন্ডুলকার। বিরাটের বেশ কয়েকটি সেরা সেঞ্চুরির মূহূর্ত দেখে নিন এবার।
-
২০১২ সালে কমনওয়েলথ ব্যাংক সিরিজে ১৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪০ ওভারে ৩২১ রান তাড়া করে দুরন্ত জয় পায় ভারত। লাসিথ মালিঙ্গাদের বোলিং মোকাবেলে করেন কোহলি।
-
ক্যাপ্টেন হিসাবে বিরাটের প্রথম টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অ্যাডিলেড ওভালে পর পর দু’টি ইনিংসে বিরাটের রান ছিল ১১৫ ও ১৪১। ‘ক্যাপ্টেন ফিয়ারলেস’ নামটা তখন থেকেই পেয়েছেন বিরাট।
-
২০১২ সালে ঢাকার মিরপুরে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট করেছিলেন ১৮৩ রান। ১৩ বল বাকি থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে ৩৩০ রান তাড়া করে জেতে ভারত। জয় আসে বিরাটের হাত ধরেই। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচে এটাই তার সর্বোচ্চ স্কোর।
-
২০১৮ সালেই বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ১৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ১২ জন ভারতীয়র এক সিরিজে হাজার রান রয়েছে, বিরাট তাদের এক জন।
-
২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বিরাট। ছয় উইকেট হারিয়ে ৩০৩ রান করে ভারত।