ক্রিকেট অঙ্গনের আহত ১১জন তারকা ক্রিকেটার
প্রতিনিয়তই তুমুল প্রতিযোগিতাময় হয়ে উঠছে ক্রিকেট অঙ্গন। খেলার জন্য বিশ্বের নানাপ্রান্তে ছুটে চলতে হচ্ছে ক্রিকেটারদের। খেলতে গিয়ে বাড়ছে চোট আঘাত। দেখে নেওয়া যাক আহত ১১জন ক্রিকেটার।
-
তামিম ইকবাল : দেশের ক্রিকেট অঙ্গনের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার তিনি। এশিয়া কাপে তার উপর অনেক আশা ছিল দলের। কিন্তু, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময় গুরুতর আহত হন ইকবাল।
-
ইমাম-উল-হক : পাকিস্তানের তরুণ ক্রিকেটার। দলের নিয়মিত সদস্য। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে খেলতে গিয়ে হাতে গুরুতর চোট পান।
-
হাশিম আমলা : দক্ষিণ আফ্রিকার নিয়মিত ক্রিকেটার তিনি। কিন্তু, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে গিয়ে হাতে গুরুতর চোট পান।
-
সাকিব আল হাসান : গুরুতর চোট পেয়েছেন আঙ্গুলে। চোট সারিয়ে দলে ফিরে আসা খুবই কঠিন তার।
-
কেদার যাদব : এশিয়া কাপে ভারতের নয়া আবিষ্কার বলা যেতেই পারে। ব্যাট-বল দুটিতেই সফল। কিন্তু, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে কবে দলে ফিরবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
-
ঋদ্ধিমান সাহা : ভারতীয় দলের এই উইকেটরক্ষক বেশ কিছু দিন ধরেই চোটের কারণ দলের বাইরে। কবে ফিরবেন তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
-
হার্দিক পান্ডে : ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম ভরসার তিনি। কিন্তু, চোট আঘাতে বেশ কিছু দিন দলের বাইরে।
-
আন্দ্রে রাসেল : ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারটিকে অনেকদিন পাচ্ছে না দল। হাঁটুতে ভয়ঙ্কর চোট।
-
শার্দুল ঠাকুর : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্টেই অভিষেক হয়েছিল। কিন্তু, মাত্র ১.৪ ওভার বল করার পরই মাঠ ছাড়েন চোটের জন্য।
-
অক্ষয় পেটেল : ক্রমেই দলের ভরসা হয়ে উঠছিলেন। ব্যাটে-বলে নজর কাড়ছিলেন। কিন্তু, তখনই চোট পেয়ে ছিটকে যান দল থেকে।
-
ইশান্ত শর্মা : ভুবনেশ্বর কুমার, বুমরার পরই ভারতীয় দলের বড় ভরসা। গত ইংল্যান্ড সফরে সফল। কিন্তু, চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে বাদ দেন নির্বাচকরা। কারণ চোট-আঘাত।