পৃথ্বির মতো শুরু করেও হারিয়ে গেছেন যে ক্রিকেটাররা
টেস্ট অভিষেকেই ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন পৃথ্বি শ। রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩৪ রানের ইনিংসের জন্য ম্যাচের সেরা হয়েছেন ১৮ বছর বয়সী পৃথ্বি। তার মতো শুরু করেও হারিয়ে গেছে যে ক্রিকেটাররা ।
-
হামিশ রদারফোর্ড : স্টিফেন ফ্লেমিং অবসর নেওয়ার পর মনে করা হচ্ছিল তার ফাঁকা জায়গা পূরণ করবেন হামিশ রদারফোর্ড। শুরুটাও তেমনই হয়েছিল তার। ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৩ রানের ইনিংস খেলার পর আর কেবল ১৫টি টেস্ট খেলার সুযোগই পেয়েছেন এই কিউই ক্রিকেটার।
-
কির্ক এডওয়ার্ড : ২০১১ সালে ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান। এরপর কেবল তিন বছরই জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকতে পেরেছেন তিনি। খেলেছেন মাত্র ১৬টি ম্যাচ।
-
ফাওয়াদ আলম : পাকিস্তানের এই ক্রিকেটার ২০০৯ সালে অভিষেক টেস্টেই শতরান করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরানের পর তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে পাকিস্তান। তবে তা শুধুমাত্র স্বপ্নই থেকে গিয়েছে।
-
প্রবীন আমরে : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান। সেটাও ছয় নম্বরে ব্যাট করতে এসে।