ব্যবসাতেও দারুণ সফল ভারতীয় যে ৫ ক্রিকেটার তারকা
শুধু ক্রিকেট খেলে বিপুল জনপ্রিয়তা পেয়েই থেমে থাকেননি ভারতীয় এই ৫ ক্রিকেট তারকা। খেলার পাশাপাশি ব্যবসা করে দারুণ সফলতাও লাভ করেছেন।
-
নানা ধরনের ব্যবসা করেছেন বিরাট কোহলি। চিজেল নামে বেশ কয়েকটি জিম, শিশুদের ফিটনেস সমস্যা সারাতে স্টেপাথলন কিডস নামে সংস্থা, আইএসএলে বিনিয়োগ, প্রযুক্তি সংস্থা স্পোর্টস কনভো, ই-কমার্স ফ্যাশন ব্র্যান্ড।
-
মহেন্দ্র সিং ধোনি ২০১২ সালে ব্যবসায় নামেন। তার ব্যবসার মধ্যে রয়েছে ফিটনেস সংক্রান্ত উদ্যোগ, ফুটওয়্যার ব্র্যান্ড। আইএসএলের চেন্নাইয়িন এফসিতেও বিনিয়োগ রয়েছে। মাহি রেসিং টিম-এর অন্যতম মালিক তিনি। ঝাড়খন্ডের সবচেয়ে বেশি করদাতা মহেন্দ্র সিং ধোনি। কর দিয়েছেলেন ১২.১৭ কোটি টাকা। তিন বছর আগেই সম্পত্তি ছিল ৭৬৪ কোটি টাকা।
-
কোহলি, ধোনির মতো আইএসএলে দল রয়েছে শচীন টেন্ডুলকারেরও। কেরালা ব্লাস্টার্সের তিনি অন্যতম মালিক তিনি। এছাড়া প্রযুক্তি, ট্র্যাভেল পোর্টাল, হেলথকেয়ার, ফিটনেস প্রোডাক্টস অনেক ব্যবসা আছে শচীনের। অন্যদিকে রেস্তোরাঁর ব্যবসাও রয়েছে তার।
-
যুবরাজ সিংয়ের ব্যবসায় হাতেখড়ি হয় ই-কমার্স স্টোর স্পোর্টস৩৬৫.ইনে-এর মাধ্যমে। তিনি ক্যানসার আক্রান্তদের সাহায্যের জন্য খুলেছেন ইউউইক্যান নামে সংস্থা। যুবরজের অন্যান্য ব্যবসার মধ্যে রয়েছে ভিমো, মোভো, ব্লাক উইথ অরেঞ্জ, কার্টিসান, হিদিয়ান্স, এডুকার্ট, স্পোর্টিবিনস।
-
বীরেন্দ্র সেহবাগ ২০০৬ সালে দিল্লির মোতি নগরে রেস্তোরাঁ খুলেছিলেন। এর নাম ‘‘সহবাগ’স ফেভারিটস’’। এরপর হরিয়ানায় আন্তর্জাতিক স্কুল চালু করেন তিনি। এতে খেলাধুলা ও পড়াশোনা শেখানো হয়।