ইংল্যান্ডের বিরুদ্ধে যেমন হতে পারে ভারতের একাদশ
টি-টোয়েন্টি সিরিজ জয়ের পরে ভারতের সামনে এবার ওয়ান ডে সিরিজ। আগামী বছর এই সময়েই ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের আসর। ফলে শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ নয়, ভারতের সামনে এটা বিশ্বকাপ প্রস্তুতির সুযোগও। কেমনভাবে শুরু হবে এই প্রস্তুতি। কেমনই বা হতে পারে আজকের ভারতের প্রথম একাদশ।
-
শিখর ধাওয়ান : ভারতীয় দলের এই মুহূর্তে অন্যতম ভরসা। টি-টোয়েন্টিতে দারুণ কিছু করতে না পারলেও ভরসা জুগিয়েছেন। আজকের ম্যাচে তার উপর অবশ্যই গুরুদায়িত্ব থাকবে।
-
রোহিত শর্মা : শেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছেন তিনি এখন ভালো ফর্মে। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচে রোহিত বড় ফ্যাক্টর হতে চলেছেন।
-
বিরাট কোহলি : অধিনায়ক কোহলি শুধু ভারতের নয়, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। লোকেশকে তিনে নামাতে প্রয়োজনে আজ চার নম্বরে খেলতে পারেন। সে ক্ষেত্রে শেষ পর্যন্ত তিনি ক্রিজে থাকলে বড় রান ওঠার সম্ভাবনা যথেষ্টই।
-
লোকেশ রাহুল : ফর্মে থাকা রাহুলকে আজ নিজের তিন নম্বর ছেড়ে দিতে পারেন অধিনায়ক। আইপিএলর পর থেকে ধারাবাহিকভাবে ভাল খেলে আসছেন তিনি।
-
এমএস ধোনি : পাঁচ নম্বরে থাকছেন তিনি। টি-টোয়েন্টিতেও বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও কতটা অপরিহার্য। আজকের ম্যাচে তার অভিজ্ঞতা অনেকটাই কাজে লাগবে।
-
সুরেশ রায়না : ছয় নম্বরের জন্য সুরেশ রায়নার খেলার সম্ভাবনা সব থেকে বেশি। যদি শেষ পর্যন্ত কোনো সমস্যা হয় সে ক্ষেত্রে দীনেশ কার্তিকের কথা ভাবা হতে পারে। তবে বাঁ-হাতি রায়নাই দলের প্রথম পছন্দ।
-
হার্দিক পান্ডে : অলরাউন্ডার হার্দিক কেবল দ্রুত রান তুলেতে পারেন তা নয়, বোলিং হাতটাও বেশ। বাড়তি পাওনা তার ফিল্ডিং।
-
কুলদীপ যাদব : ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে তাকিয়ে থাকতে হবে স্পিনারদের উপর। সেই তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ নাম অবশ্যই চায়নাম্যান কুলদীপ।
-
যুজবেন্দ্র চাহাল : প্রথম সফর হলেও ইংল্যান্ডের মাটিতে খুবই কার্যকর হয়ে উঠতে চলেছে চাহালের ভূমিকা। আজকের ম্যাচে কুলদীপের পাশাপাশি তিনিও বড় ভরসা।
-
ভুবনেশ্বর কুমার : সামান্য চোট আঘাতের সমস্যা রয়েছে। যদিও দলের আশা তিনি খেলছেন। সে ক্ষেত্রে পেস আক্রমণের নেতৃত্ব ভুবনেশ্বরের উপরই থাকবে।
-
উমেশ যাদব : ভুবনেশ্বরের সহযোগী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে উমেশ যাদবের। টি-টোয়েন্টিতে তেমন বলার মতো কিছু করতে পারেননি। তবে আজ সুযোগ আসার সম্ভাবনাই বেশি।