টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য একাদশ
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে নামছেন কোহালিরা। এই ম্যাচ জিতে সিরিজ দখলে রাখাই এক মাত্র লক্ষ্য ভারতের। প্রয়োজনে দলে দু’একটা পরিবর্তনও হতে পারে বলে ইঙ্গিত টিম ম্যানেজমেন্টের। দেখে নেওয়া যাক আজ কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ।
-
রোহিত শর্মা : আগের ম্যাচে সফল হননি। যদিও এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম সেরা ওপেনার। ফর্মে থাকলে তিনি বিপক্ষ দলের কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারেন।
-
শিখর ধাওয়ান : ভালো ফর্মে রয়েছেন। আজকের ম্যাচে রোহিতের সঙ্গে তিনি ইনিংস শুরু করবেন ধরেই নেওয়া যায়।
-
লোকেশ রাহুল : ফর্মে রয়েছেন। রোহিত শর্মার থাকায় ওপেন করার সুযোগ পাচ্ছেন না। তবে এই ম্যাচে তিন নম্বরে নামতে পারেন।
-
বিরাট কোহলি : আগের ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন। আজকের ম্যাচে তার ব্যাট থেকে বড় রানের আশায় থাকবে টিম ইন্ডিয়া।
-
দীনেশ কার্তিক : এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সুযোগ পাননি। ভালো ফিনিশার। সুরেশ রায়না তেমন কিছু করতে পারছেন না। ফলে সুযোগ পেতে পারেন কার্তিক।
-
মহেন্দ্র সিং ধোনি : উইকেট রক্ষকের পাশাপাশি দলের বড় ভরসা। শেষ ম্যাচে ব্যাটে চমক দেখিয়েছেন।
-
হার্দিক পান্ডে : অলরাউন্ডার পান্ডের উপর বোলিং তো বটেই, ব্যাটিং দায়িত্বও থাকছে।
-
কুলদীপ যাদব : প্রত্যাশা মতোই প্রথম ম্যাচে চমকে দিয়েছেন এই চায়নাম্যান। সিরিজ জেতার অন্যতম কারিগর হয়ে উঠতে পারেন তিনি।
-
যুজবেন্দ্র চাহাল : প্রথম ম্যাচে সফল হলেও কুল-চা জুটি শেষ ম্যাচে তেমন কিছু করতে পারেনি। আজকের ম্যাচ জেতার জন্য চাহালের দিকে তাকিয়ে থাকবেন অধিনায়ক।
-
ভুবনেশ্বর কুমার : দলের পেস আক্রমণের প্রধান শক্তি। শেষ ম্যাচেও ভালো বল করেছেন। আজও তার ওপর ভরসা রাখতে হবে বিরাটকে।
-
উমেশ যাদব : খুব একটা নজর কাড়তে পারেননি। যদিও পেস আক্রমণে বৈচিত্র্য আনার সম্ভাবনা কম। আর তাই উমেশ সুযোগ পেলেও পেতে পারেন।