বিশ্বকাপ ফুটবলের জয়-পরাজয়ের গণনাকারী প্রাণীরা
এই প্রাণীদের ফুটবল খেলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফুটবল বিশ্বকাপ নিয়েও তাদের কোনো মাথাব্যাথাও নেই। তারপরও বিশ্বকাপ ফুটবলের আসর বসতে না বসতেই খবরের শিরোনামে চলে আসে তারা। কখনও পল দ্য অক্টোপাস কখনও বা অ্যাকিলিস দ্য ক্যাট। ফুটবল বিশ্বকাপে এমনই অনেক প্রাণীকে খবরের শিরোনামে তুলে আনে তাদের ভবিষ্যদ্বাণীর জন্য।
-
পল দ্য অক্টোপাস : ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের সময় খবরের শিরোনামে চলে আসে পল। তার ভবিষ্যদ্বাণী বেশ কিছু ক্ষেত্রে মিলেও গিয়েছিল। বিশেষ করে জার্মানির ক্ষেত্রে। জার্মানির প্রতিটি খেলার বিষয়ে তার ভবিষ্যদ্বাণী দারুণভাবে মিলে গিয়েছিল। এমন কী, ফাইনালের স্পেনের পক্ষে ছিল পল। আর বিশ্বকাপ জেতে স্পেনই।
-
অ্যাকিলিস দ্য ক্যাট : এবারের রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে আলোচিত নাম। অ্যাকিলিস একটি ধবধবে সাদা বিড়ালের নাম। ইতিমধ্যেই রাশিয়ার প্রথম ম্যাচে তার ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। অ্যাকিলিস বলেছিল রাশিয়া জিতবে। এর আগে টানা আট মাস একটি ম্যাচ না জিতলেও অ্যাকিলিসের কথা মিলিয়ে ম্যাচটি জিতে যায় রাশিয়া।
-
নেলি দ্য এলিফ্যান্ট : নেলি জার্মান হাতি। ২০১০ বিশ্বকাপ, ২০১২ ইউরো ও ২০১৩ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সঠিক ভবিষ্যদ্বাণী করেছে নেলি। তার সামনে দু’দেশের পতাকা টাঙানো গোলপোস্ট রাখা থাকত। সে যে তিন কাঠিতে বল মারত, সেই দলই ম্যাচ জিতবে বলে ধরা হত। অনেক ক্ষেত্রে মিলে গিয়েছিল নেলির ভবিষ্যদ্বাণী।
-
আলফ, ললি এবং গিনি : তিন পেঙ্গুইন। দলে সব থেকে প্রবীণ ছিল আলফ। সামনে রাখা থাকত তিনটি পাথর। দু’টিতে দুই দেশের পতাকা। আর মাঝে একটি পাথরের গায়ে ড্র লেখা কাগজ। আলফরা তার মধ্যে থেকে বেছে একটির উপর গিয়ে বসত। এভাবেই নিজেদের মতামত জানাত তারা।
-
শাহীন দ্য ক্যামেল : ২০১৪ সালের বিশ্বকাপের আগে খবরের শিরোনামে উঠে এসেছিল শাহীন। সে ছিল দুবাইয়ের একটি উট। দু’টি কাঠের পোস্টে দু’দেশের পতাকা লাগানো থাকত। একটিতে কামড় দিয়ে কে জিতবে তা বুঝিয়ে দিত শাহীন। গতবারের পর এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেও রাশিয়া জিতবে বলে আগাম বলেছিল শাহীন।