কেমন হতে পারে নাইটদের বিরুদ্ধে রাজস্থানের প্রথম একাদশ
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরুকে ৩০ রানে হারিয়ে প্লে অফের রাস্তা পরিষ্কার করেছে রাজস্থান। বাটলার-স্টোকসের মতো সেরাদের ছাড়াই এই জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে। এই অবস্থায় ইডেনে আজ প্রথম এলিমিনেটরে নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে রাজস্থান।
-
রাহুল ত্রিপাঠি : সঠিক সময়েই যেন ফর্মে ফিরেছেন এই ডানহাতি ওপেনার। কোহলিদের বিরুদ্ধে গত ম্যাচে তার অপরাজিত ৮০ দলকে জিততে সাহায্য করেছে।
-
সঞ্জু স্যামসন : গত ম্যাচে রান পাননি। টুর্নামেন্টের প্রথম দিকে যে দুর্দান্ত ফর্মে ছিলেন, সেই ফর্মের ধারেকাছেও নেই সঞ্জু। তবে আজ প্রথম একাদশে থাকছেন তিনি।
-
সঞ্জু স্যামসন : গত ম্যাচে রান পাননি। টুর্নামেন্টের প্রথম দিকে যে দুর্দান্ত ফর্মে ছিলেন, সেই ফর্মের ধারেকাছেও নেই সঞ্জু। তবে আজ প্রথম একাদশে থাকছেন তিনি।
-
হেনরিক ক্লাসেন : প্রথম দুই ম্যাচে রান না পেলেও বেঙ্গালুরু ম্যাচে ফর্মে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আজও দ্রুত রান তোলার জন্য তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবেন রাহানেরা।
-
হেনরিক ক্লাসেন : প্রথম দুই ম্যাচে রান না পেলেও বেঙ্গালুরু ম্যাচে ফর্মে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আজও দ্রুত রান তোলার জন্য তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবেন রাহানেরা।
-
কৃষ্ণাপ্পা গৌতম : ব্যাট হাতে একেবারে শেষ দিকে মূল্যবান ১৪ রান, পরে বল হাতে কোহালির উইকেট নিয়ে বেঙ্গালুরু বধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গৌতম।
-
জোফ্রা আর্চার : বেঙ্গালুরু ম্যাচটা একেবারেই ভালো যায়নি জোফ্রার। তবে বল হাতে টুর্নামেন্টে ভাল ফর্মে রয়েছেন তিনি। ইডেনের গতিময় উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন জোফ্রা।
-
শ্রেয়াস গোপাল : বেঙ্গালুরু ম্যাচের হিরো। মাত্র ১৬ রানে ৪ উইকেট নিয়ে একার হাতেই কোহালিদের হারিয়ে দিয়েছেন। আজও চোখ থাকবে ফর্মে থাকা এই স্পিনারের দিকে।
-
ইশ সোধি : এখন পর্যন্ত যে ক’টি ম্যাচ খেলেছেন তার প্রত্যেকটিতেই উইকেট পেয়েছেন এই স্পিনার। তবে গত ম্যাচে একটু বেশি রান দিয়ে ফেলেছেন।
-
জয়দেব উনাদকট : সাড়ে ১১ কোটির বোলার এখনও সেইভাবে জ্বলে ওঠেননি। তবে আজ পিচের সাহায্য পেলে অন্য উনাদকটকে দেখা যেতেই পারে।
-
বেন লগলিন : শেষ দুই ম্যাচে গড়ে দু’টি করে উইকেট নিয়েছেন এই পেসার। ফর্মে থাকা লগলিন বাউন্সি পিচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।