কোহলির পক্ষে আইপিএলের যে রেকর্ডগুলো ভাঙা বেশ কঠিন
বিরাট কোহলি বর্তমান ক্রিকেট বিশ্বে অন্যতম আলোচিত নাম। শুধু আইপিএল নয়, আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে একাধিক রেকর্ডের মালিক বিরাট। কিন্তু, আইপিএলে এমন কিছু রেকর্ড রয়েছে, যা কোহলির পক্ষে ভাঙা কার্যত অসম্ভব।
-
ক্রিস গেইলের সর্বোচ্চ রান ১৭৫। ব্যক্তিগতভাবে এটাই আইপিএলে সব থেকে বেশি রান।
-
দ্রুততম পঞ্চাশের রেকর্ড রয়েছে কেএল রাহুলের দখলে। মাত্র ১৪ বলে ৫০ রান করেছেন তিনি। এটা ভাঙা কোহলির পক্ষে বেশ কঠিন।
-
কোনও একটি ইনিংসে সব থেকে বেশি স্ট্রাইক রেট রয়েছে ক্রিস মরিসের দখলে। ২০১৭ সালে ৯ বলে ৩৮ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ৪২২.২২। এই বিপুল স্ট্রাইক রেট টপকানো বিরাটের পক্ষেও কঠিন।
-
আইপিএলে দ্রুততম শতরানটি রয়েছে ক্রিস গেইলের দখলে। মাত্র ৩০ বলে শতরান করেছিলেন গেল। ২০১৩ তে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে এই রান করেছিলেন তিনি।
-
একটি ইনিংসের সব থেকে বেশি ছয়ের রেকর্ডও গেলের দখলে। ১৭টি ছয় মেরেছিলেন পুণের বিরুদ্ধে। ২০১৩ সালের আইপিএলে সেই ম্যাচেই ৬৬ বলে ১৭৫ রান করেছিলেন তিনি।