কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে মজার ৭ তথ্য জেনে নিন
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৭ মে ২০১৮
আপডেট: ০৫:৪৭ পিএম, ১৭ মে ২০১৮
আইপিএলে দু’বারের চ্যাম্পিয়ন। গত বছরও প্লেঅফে হেরে তিন নম্বরে শেষ করেছে তারা। টুর্নামেন্টের দলগুলির মধ্যে ফ্যান ফলোয়িংয়ের হিসাবে একেবারে প্রথম দিকে থাকা দলগুলির মধ্যে অন্যতম কলকাতা নাইট রাইডার্স।
-
নাইটদের হেলমেটের কালো রং মা কালীর শক্তির কথা মাথায় রেখে তৈরি। সোনালি রং যুদ্ধজয়ের প্রতীক হিসাবে ধরা হয়েছে।
-
ফ্র্যাঞ্চাইজির তিন মালিক, শাহরুখ খান, জেয় মেহতা এবং জুহি চাওলা।
-
টিমের থিম সং ‘করব লড়ব জিত রে’ সুরকার বিশাল-শেখরের তৈরি।
-
নাইটদের জার্সি ডিজাইন করেছেন ফ্যাশান ডিজাইনার মণীশ মলহোত্র।
-
১৯৮০ সালের জনপ্রিয় টেলিভিশন শো ‘নাইটরাইডার্স’ থেকে এই দলের নাম হয়েছে।
-
আইপিএলে টানা ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে নাইটদের দখলে। ২০১৪ সালে টানা ১১টি ম্যাচ জেতে নাইট রাইডার্স। সে বছর চ্যাম্পিয়নও হয় তারা।