এবারের আইপিএলের শেষ ছয় ম্যাচে কে জিতলে কী হতে পারে
এবারের অ্যালবাম সাজানো হয়েছে আইপিএলের শেষ ছয় ম্যাচে কে জিতলে কী হতে পারে-এ নিয়ে।
-
বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ : বৃহস্পতিবার রাতের এই ম্যাচ বেঙ্গালুরুর কাছে মাস্ট উইন। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। জিতলে টিকে থাকবে প্লেঅফ ভাগ্য। হায়দরাবাদ জিতলে তাদের প্রথম দল হিসাবে প্লেঅফে যাওয়ার সম্ভাবনা বাড়বে। তবে হারলেও প্রথম দুই দলের অন্যতম হয়ে প্লেঅফ খেলা নিশ্চিত হায়দরাবাদের।
-
দিল্লি বনাম চেন্নাই : শুক্রবার দিল্লিতে ঘরের মাঠে চেন্নাইয়ের মুখোমুখি হচ্ছেন শ্রেয়াস আইয়াররা। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেওয়ায় দিল্লি জিতলে প্লেঅফ পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না। চেন্নাই জিতলে প্রথম দুই দলের অন্যতম হিসাবে প্লেঅফে যাওয়া নিশ্চিত করবে চেন্নাই। তবে দিল্লি জিতলে প্রথম দুই দলের অন্যতম হয়ে চেন্নাইয়ের প্লেঅফে যাওয়া ধাক্কা খাবে।
-
রাজস্থান বনাম বেঙ্গালুরু : বৃহস্পতিবারের ম্যাচে বেঙ্গালুরু হেরে গেলে তাদের কাছে এই ম্যাচের আর গুরুত্ব থাকবে না। তবে জিতলে প্লেঅফের নক আউট ম্যাচ হতে পারে শনিবার বিকেলের এই ম্যাচ। সে ক্ষেত্রে যে দল জিতবে তারাই প্লেঅফে খেলবে। রাজস্থানের ক্ষেত্রে এই ম্যাচ অবশ্য মাস্ট উইন।
-
হায়দরাবাদ বনাম কলকাতা : শনিবার বিকেলের এই ম্যাচ নাইট রাইডার্সের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলে সরাসরি প্লেঅফ। হারলে যাবতীয় নজর থাকবে নেট রানরেটের উপর। তবে নেট রান রেট অনেক কম থাকায় সে ক্ষেত্রে নাইটদের ছিটকে যাওয়ার সম্ভাবনাই বেশি।
-
দিল্লি বনাম মুম্বাই : দিল্লির ঘরের মাঠে রবিবার বিকেলে প্লেঅফে নামার লড়াইয়ে নামছে রোহিত শর্মার দল। আগেই ছিটকে যাওয়ায় দিল্লি জিতলে কোনও লাভ হবে না। তবে সে ক্ষেত্রে ছিটকে যাবে মুম্বাই এবং লাভ হবে প্লেঅফের দৌড়ে থাকা বাকি দলগুলির।
-
চেন্নাই বনাম পাঞ্জাব : রবিবার রাতে চেন্নাইয়ের ঘরের মাঠে প্লেঅফের লড়াইয়ে নামছে পাঞ্জাব। পাঞ্জাবের সুবিধা একটাই, এটা শেষ লিগ ম্যাচ হওয়ায় প্লেঅফে যেতে ঠিক কী প্রয়োজন তা জেনে মাঠে নামতে পারবে।