কোহলিদের বিরুদ্ধে অশ্বিনদের সম্ভাব্য একাদশ
শেষ পাঁচ বারের সাক্ষাতে মুখোমুখি লড়াইয়ে বেঙ্গালুরুর পক্ষে ফলটা ৩-২। এবারেও প্রথমবার সাক্ষাতে কোহলিদের বিরুদ্ধে হারতে হয়েছে রবিচন্দ্রন অশ্বিনদের। দেখে নেওয়া যাক কেমন হতে পারে পাঞ্জাবের প্রথম একাদশ।
-
লোকেশ রাহুল : পঞ্জাবের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটসম্যান। ১১ ম্যাচে ৫৩৭ রান, স্ট্রাইক রেট ১৬৩। আজও তার কাছ থেকে একটা দুর্দান্ত ওপেনিং চাইবে পাঞ্জাব।
-
ক্রিস গেইল : ৮ ম্যাচে প্রায় ১৪৮ স্ট্রাইক রেটে করেছেন ৩৩২ রান। টুর্নামেন্টে একটি সেঞ্চুরিও করেছেন। গেইলের ব্যাট চললে কিন্তু দুঃখ আছে বিরাটদের।
-
করুন নায়ার : শেষ দুই ম্যাচে রান পাননি। তবে পাঞ্জাবের মিডল অর্ডারে ভরসা যুগিয়েছে নায়ারের ব্যাট। আজও তিনি থাকছেন প্রথম দলে।
-
ময়াঙ্ক অারওয়াবাল : একেবারেই রানের মধ্যে নেই ময়াঙ্ক। ১০ ম্যাচে মোট ১১৮ রান করেছেন। তার বদলে আকাশদীপ নাথ খেলতে পারেন। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন ময়াঙ্ক। সেই সুবাদে আজ দলে থাকতে পারেন তিনিই।
-
মনোজ তিওয়ারি : ফর্মে নেই মনোজও। তবে ব্যাটিং গভীরতা বাড়াতে আজ দলে ফিরতে পারেন তিনি।
-
অ্যারন ফিঞ্চ : গত ম্যাচে টুর্নামেন্টে নিজের সর্বোচ্চ স্কোর করেন। তবে ২০ বলে ৩৪ দলের জেতার পক্ষে যথেষ্ট ছিল না। আজ হয়ত ব্যাটিং অর্ডারে উপরের দিকে আসতে পারেন তিনি।
-
অক্ষর পটেল : নাইটদের বিরুদ্ধে প্রচুর রান দিয়েছেন। তবে সব মিলিয়ে টুর্নামেন্টে খারাপ বল করেননি। ব্যাট হাতে মূল্যবান রানও করেছেন তিনি।
-
রবিচন্দ্রন অশ্বিন : বোলার অশ্বিন তো বটেই, গত ম্যাচে ঝলক দেখা গিয়েছে ব্যাটসম্যান অশ্বিনেরও। আজ নজরে থাকবে তার অধিনায়কত্বও।
-
অ্যান্ড্রু টাই : অস্ট্রেলিয়ার এই পেসার দুর্দান্ত ফর্মে রয়েছেন। টুর্নামেন্টে ২০ উইকেট নিয়ে পার্পল ক্যাপের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন তিনি।
-
মোহিত শর্মা : রান দিলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন এই পেসার। তবে এখনও পুরনো ফর্মে দেখা যায়নি মোহিতকে।
-
মুজিবুর রহমান : দুর্দান্ত ফর্মে রয়েছেন আফগানিস্তানের তরুণ এই স্পিনার। গত ম্যাচে একটু চোট পান। সুস্থ থাকলে আজ প্রথম দলে তিনি নিশ্চিত।