যেমন হতে পারে কোহলিদের এবারের সম্ভাব্য একাদশ
আইপিএলে দুই নম্বরে থাকা দলের বিরুদ্ধে কেমন হতে পারে কোহলিদের একাদশ, তা দেখে নিন এবারের অ্যালবামে।
-
পার্থিব পটেল : ওপেনিংয়ে মনন ভোরা গত ম্যাচে রান পেলেও ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন বজায় রাখতে আজ দলে থাকতে পারেন পার্থিব পটেল। কক না থাকায় উইকেটকিপার পার্থিবকেও প্রয়োজন হবে দলের।
-
ব্রেন্ডন ম্যাকালাম : খুব একটা ফর্মে নেই এই ডানহাতি কিউয়ি। ককের অনুপস্থিতিতে আজ ওপেনিংয়ে দেখা যেতে পারে ব্রেন্ডন ম্যাকালামকে।
-
বিরাট কোহালি : দু’একটি ইনিংস বাদে এখনও সেই পুরনো কোহালিকে দেখা যায়নি। আজ দলকে প্লে অফের দৌড়ে রাখতে হলে বড় ইনিংস লাগবে অধিনায়কের।
-
এবি ডেভিলিয়ার্স : ভাইরাল জ্বরে কাবু হয়ে দু’টি ম্যাচ খেলতে পারেননি। আজ তার কাছ থেকে একটা বিধ্বংসী ইনিংস চাইবে বেঙ্গালুরু।
-
মনদীপ সিংহ : নীচের দিকে নেমে প্রায় প্রতি ম্যাচেই প্রয়োজনীয় রান করেছেন মনদীপ।
-
কলিন ডি গ্র্যান্ডহোম : গত ম্যাচে তার শেষ ওভারে গুরুত্বপূর্ণ রান দলকে ম্যাচ জেতাতে সাহায্য করে। বল হাতেও সমান কার্যকরী এই কিউয়ি।
-
ওয়াশিংটন সুন্দর : গত ম্যাচে বল এবং ব্যাট, দুই বিভাগেই ব্যর্থ হয়েছিলেন। তবে টুর্নামেন্টে মোটামুটি ফর্মেই রয়েছেন এই স্পিনার।
-
টিম সাউদি : গত ম্যাচের সেরা। সাউদি আসায় বেঙ্গালুরুর পেস বিভাগ গতি পেয়েছে।
-
উমেশ যাদব : দলের সবচেয়ে ফর্মে থাকা বোলার। দু’একটি ম্যাচ বাদে চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন।
-
যুজবেন্দ্র চাহাল : প্রথম দিকে ছন্দে না থাকলেও এখন ছন্দ ফিরে পেয়েছেন এই রিস্টস্পিনার।
-
মহম্মদ সিরাজ : গতি দিয়ে তরুণ এই ফাস্ট বোলার সবাইকে চমকে দিয়েছেন। আজকের ম্যাচে তিনি মোটামুটি নিশ্চিত।