বেশি দামে কেনা হলেও আইপিএলে চূড়ান্ত ব্যর্থ যে ক্রিকেটাররা
কোটি কোটি টাকা খরচ করে আইপিএলে দলে নেওয়া হয়েছিল এই ক্রিকেটারদের। কিন্তু গোটা কয়েক ম্যাচ খেলার পরই তারা কার্যত হারিয়ে যান। সফল না হওয়ায় দল থেকেও বাদ পড়েন। তাদের নিয়ে এবারের অ্যালবাম।
-
একলব্য দ্বিবেদী : মিডল অর্ডার ব্যাটসম্যান। এক কোটি টাকা দিয়ে গুজরাট লায়ন্স কিনেছিল তাকে। তবে, ৪ ম্যাচে করেছিলেন মাত্র ২৪ রান। তার পরই বাদ পড়েন দল থেকে। এ বছর দলই পাননি তিনি।
-
অনিকেত চৌধুরি : গত বছর আরসিবি তাকে কিনেছিল ২ কোটি টাকায়। হতাশ করেন দলকে। ৫ ম্যাচে ওভার পিছু ৮.৫৫ রান দিয়ে ৫ উইকেট নেন। তার পরই দল থেকে বাদ দেওয়া হয় তাকে।
-
নাথু সিং : ২০১৬ আইপিএলে ৩ কোটি ২০ লাখে নাথুকে কিনেছিল মুম্বাই। নিলামের দর ওঠার পর সবাইকে চমকে দিয়েছিলেন। কিন্তু একটিও ম্যাচে সুযোগ পাননি। পরের বছর গুজরাট লায়ন্স তাকে ৫০ লাখে কিনে নেয়। কিন্তু দুই ম্যাচে ১ উইকেট নিয়ে আর প্রথম একাদশে জায়গা পাননি।
-
কেসি কারিয়াপ্পা : ২০১৫ সালে কেকেআর কারিয়াপ্পাকে কিনেছিল ২ কোটি ৪০ লাখে। এত টাকা খরচ করা নিয়ে অনেক কথাও উঠেছিল। সাফল্য পাননি এই ক্রিকেটার। আইপিএলে ওভারপিছু ৯.২৩ রান দিয়ে ৮ উইকেট নেওয়া ক্রিকেটার প্রায় হারিয়েই গিয়েছেন।
-
টাইমল মিলস : ইংল্যান্ড দলের বাঁহাতি ফাস্ট বোলার টাইমাল মিলসকে কিনেছিল আরসিবি। খরচ করেছিল ১২ কোটি। কিন্তু কিছু দিনের মধ্যেই দল বুঝে যায় কতটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল তারা।