দিল্লির বিরুদ্ধে যেমন হবে পাঞ্জাবের প্রথম একাদশ
দিল্লির বিরুদ্ধে আইপিএলে আজ মাঠে নামছেন গেইলরা। আগের ম্যাচে নাইটদের উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে পঞ্জাবের।
-
ক্রিস গেইল : এই মুহূর্তে ফর্মের তুঙ্গে তিনি। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে গেইলের বিকল্প ভাবার কোনও প্রশ্নই নেই।
-
লোকেশ রাহুল : গেলের মতোই দারুণ ফর্মে। কলকাতার বিরুদ্ধেও অসাধারণ খেলেছেন। দিল্লির বিরুদ্ধে রাহুলই গেলের সঙ্গে সূচনা করবেন ইনিংসের।
-
ময়াঙ্ক অাগারওয়াল : আগের ম্যাচে ব্যাট করার তেমন সুযোগ আসেনি। তবে ব্যাট হাত দলের অন্যতম ভরসা। এ দিন দলে ময়াঙ্কের থাকা কার্যত নিশ্চিত।
-
করুণ নায়ার : মিডল অর্ডারের অন্যতম ভরসা। এই ম্যাচে বাদ পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই।
-
অ্যারন ফিঞ্চ : অজি ক্রিকেটারটির উপর বিশেষ ভরসা পাঞ্জাবের। টি-২০ ম্যাচে সব সময়েই ভয়ঙ্কর। দ্রুত রান তোলার ক্ষমতাও রয়েছে। তবে এখনও পর্যন্ত পরিচিত ফিঞ্চের ঝলক দেখা যায়নি।
-
যুবরাজ সিং : তেমন ভালো খেলতে পারছেন না। যদিও অভিজ্ঞতার নিরিখে দলে থেকে যেতে পারেন। তবে, মার্কাস স্টোইনিসের খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
-
রবিচন্দ্রন আশ্বিন : আধিনায়ক অশ্বিনের বোলিং ফর্ম নিয়ে কোনও প্রশ্ন নেই। বাড়তি পাওনা অবশ্যই তার ব্যাটিং।
-
অ্যান্ড্রু টাই : বোলিংয়ের অনেকটাই নির্ভর করছে টাইয়ের উপর। গত ম্যাচে দুটি উইকেটও পেয়েছেন। যথেষ্ট ভালো বলও করেছেন। ফলে এ ম্যাচে তার বাদ পড়ার সম্ভাবনা নেই।
-
মোহিত শর্মা : কলকাতার বিরুদ্ধে বারিন্দর স্রান তেমন সাফল্য পাননি। ফলে দিল্লির বিরুদ্ধে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে দলে আসতে পারেন গত ম্যাচে চোটের জন্য বাইরে থাকা মোহিত শর্মা।
-
অঙ্কিত রাজপুত : পঞ্জাবের পেস আক্রমণের দায়িত্ব থাকছে অঙ্কিত রাজপুতের ওপরই।
-
মুজিব জাদ্রান : কলকাতার বিরুদ্ধে বল হাতে মোটামুটি সফল। ফলে দিল্লির বিরুদ্ধে দলে নিশ্চিত ১৭ বছরের এই আফগান স্পিনার।