স্মিথ-ওয়ার্নারকে নির্বাসনের কারণে যেসব গুরুত্বপূর্ণ সিরিজে দেখা যাবে না
বল বিকৃতির ঘটনায় জড়িয়ে পড়ায় বর্তমানে নির্বাসিত অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার-স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। নির্বাসনের কারণে যেসব গুরুত্বপূর্ণ সিরিজে দেখা যাবে না তা নিয়ে এবারের অ্যালবাম।
-
আইপিএল : আইপিএলের অন্যতম দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন তারা। নির্বাসনের ফলে স্টিভ স্মিথকে রাজস্থান রয়্যালস এবং ডেভিড ওয়ার্নারকে সানরাইজার্স হায়দরাবাদ পাচ্ছে না।
-
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ : আগামী জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক এবং টি-২০ সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার। সেখানেও দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটারকে পাওয়া যাবে না।
-
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ : পাকিস্তানের বিরুদ্ধে অক্টোবরে টেস্ট, একদিনের আন্তর্জাতিক, টি-২০ ম্যাচ খেলবে অজিরা। সেখানেও অস্ট্রেলিয়া পাবে না স্মিথ এবং ওয়ার্নাকে।
-
দক্ষিণ আফ্রিকা সিরিজ : পাকিস্তান সফরের পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি একদিনের এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সীমিত ওভারের ম্যাচে স্মিথ এবং ওয়ার্নার সব সময়ই দলের গুরুত্বপূর্ণ সদস্য। সেখানেও পাওয়া যাবে না এই দু’জনকে।
-
ভারতের বিররদ্ধে সিরিজ : এ বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভারতীয় দলের। টেস্ট, একদিনের পাশাপাশি বেশ কয়েকটা টি-২০ ম্যাচও খেলবে ভারত। সেই সিরিজেও পাওয়া যাবে না স্মিথ এবং ওয়ার্নারকে।