যে ক্রিকেটাররা আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন
এখন আইপিএল নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে। এ আলোচনার মাঝে জেনে নেয়া যাক যারা আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন।
-
বিরাট কোহলি : তালিকার পাঁচ নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। ১৪১ ইনিংসে ১৬০টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি। স্ট্রাইক রেট প্রায় ১৩০।
-
ডেভিড ওয়ার্নার : এবারের আইপিএলে দেখা যাবে না বিধ্বংসী এই অজি ওপেনারকে। ওয়ার্নার এ পর্যন্ত ১১৪টি ইনিংসে ১৬০টি ছয় মেরেছেন। স্ট্রাইক রেট প্রায় ১৪২। তালিকায় তিনি চার নম্বরে।
-
রোহিত শর্মা : ছোট ফর্মেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। আইপিএলে এখন পর্যন্ত ১৫৯টি ম্যাচে ১৭২টি ছক্কা হাঁকিয়েছেন হিটম্যান। স্ট্রাইক রেট ১৩১। তালিকায় তিন নম্বরে তিনি।
-
সুরেশ রায়না : তালিকার চার নম্বরে রয়েছেন সুরেশ রায়না। ১৫৭ ইনিংসে ১৭৩টি ছক্কা মেরেছেন মিস্টার আইপিএল।
-
ক্রিস গেইল : আইপিএলের বস। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান। ১০০টি ইনিংসে অবিশ্বাস্য ২৬৫টি ছক্কা হাঁকিয়ে তালিকার এক নম্বরে ক্রিস গেইল।