এবারের আইপিএলে ব্যাটিং শক্তির দিক থেকে সেরা দল কোনটি
কয়েক দিন পরেই শুরু হচ্ছে আইপিএল। জেনে নিন এ বারের আইপিএলে ব্যাটিং শক্তির দিক থেকে সেরা দল কোনটি।
-
কলকাতা নাইট রাইডার্স : ব্যাটিং শক্তির দেক থেকে সবচেয়ে পিছিয়ে থাকা দল অবশ্যই নাইট রাইডার্স। গম্ভীর, মণীশ পান্ডেদের অনুপস্থিতিতে দায়িত্ব নিতে হবে রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক নবাগত শুভমন গিলদের। বিদেশিদের মধ্যে ক্রিস লিন বা আন্দ্রে রাসেল থাকলেও তাদের কতটা ফিট অবস্থায় পাওয়া যাবে সেটা বড় প্রশ্ন।
-
চেন্নাই সুপার কিংস : মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, মুরলী বিজয় বা রবীন্দ্র জাদেজারা থাকলেও বিদেশি ব্যাটসম্যানদের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে সুপার কিংস। ভরসা করার মতো নাম ফর্মে না থাকা ফ্যাফ দু’প্লেসি এবং ইংল্যান্ডের স্যাম বিলিঙ্গস।
-
মুম্বাই ইন্ডিয়ান্স : আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিদেরও সমস্যাটা অনেকটা সুপার কিংসের মতোই। দেশিদের মধ্যে রোহিত শর্মা, হার্দিক পান্ডেরা থাকলেও বিদেশি ব্যাটিং লাইন আপ বেশ খারাপ মুম্বাইয়ের। ডেপি ডুমিনি আর কিয়েরন পোলার্ডকে বাদ দিলে বলার মতো বিদেশি ব্যাটসম্যান নেই মুম্বাইয়ে।
-
কিংস ইলেভেন পাঞ্জাব : রবিচন্দ্রন আশ্বিনের নেতৃত্বে এবারের আইপিএল জেতার অন্যতম দাবিদার বলা হচ্ছে পাঞ্জাবকে। ক্রিস গেল, অ্যারন ফিঞ্চ, ডেভিড মিলারের মতো একাধিক গেম চেঞ্জার তো রয়েছেনই, তার উপর রয়েছেন লোকেশ রাহুল, যুবরাজ সিংহ, অক্ষর পটেলরা।
-
রাজস্থান রয়্যালস : চেন্নাইয়ের মতো দু’বছরের বিরতির পর ফিরছে রাজস্থানও। স্টিভ স্মিথকে না পাওয়া গেলেও বেন স্টোকস, জস বাটলারদের নিয়ে তৈরি রাজস্থানের ব্যাটিং একেবারে পাওয়ার হাউস। এ ছাড়া বিগ ব্যাশে দুরন্ত পারফর্ম করা ডারসি শর্ট, জোফ্রা আর্চাররা তো আছেনই। সঙ্গে রয়েছেন আজিঙ্ক রাহানে, সঞ্জু স্যামসনরা।
-
সানরাইজার্স হায়দরাবাদ : টুর্নামেন্টের অন্যতম ব্যালান্সড দল বলা হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদকে। ওয়ার্নার না থাকলেও শিখর ধবন, সাকিব অল হাসান, কেন উইলিয়ামসন, কার্লোস ব্রেথওয়েটরা নিজেদের দিনে যে কোনো বোলিং লাইন আপকে ছিন্নভিন্ন করে ফেলতে পারে।
-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরে : টুর্নামেন্টের একেবারে প্রথম থেকেই বিধ্বংসী ব্যাটিং লাইন আপ তৈরি করেছে আরসিবি। এ বারেও তার ব্যতিক্রম হয়নি। দলে রয়েছেন বিরাট কোহালি, এবি ডেভিলিয়ার্স, কুইন্টন ডি’কক, ব্রেন্ডন ম্যাকালাম, কলিন ডি গ্র্যান্ডহোমরা। এ বার টুর্নামেন্ট জেতার অন্যতম দাবিদারও তারা।